নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

গল্পের মানুষের চাকরীর খোঁজ আমি কিভাবে পৌছাই?

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫

বাস্তব মানুষের চাকরী হয়না, গল্পের মানুষের চাকরী হয়ে বসে আছে!

এখন গল্পের মানুষের কাছে আমি এই খবর কিভাবে পৌছাই?



ঘটনা খুলে বলি। "গন্ধ-বাবুর্চী" নামে একটা গল্প লিখেছিলাম কয়দিন আগে (Click This Link) । গল্পের বাবুর্চী আবুল হোসেন যখন ছোট তখন তার অসুস্থ মা তার কাছে বড় মাছের মাথা খেতে চায়। বড় মাছ সে কিনতে পারে না, টাকা নাই। পরে শহরে গিয়ে হোটেল থেকে মাছের মাথা নিয়ে বাড়ী এসে দেখে তার মা মারা গেছে। এর পর সে সিদ্ধান্ত নেয় ভালো খাবার আর কোন দিন সে খাবে না। শুধু তাই না, সে রান্নাবান্না শিখে অসাধারণ রান্না করে কিন্তু সেই খাবারের লবন পর্যন্ত দেখে না। খুব কাছাকাছি থেকে নিজের ব্রত সে পারন করে।



এই গল্প পড়ার পর এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেন। তিনি সেই বাবুর্চিকে একটা চাকরী দিতে চান বৃদ্ধাশ্রমে। শতশত মা'কে সে রান্না করে খাওয়াবে, এই সুযোগ দিতে চান।



গল্পের মানুষেরা যখন পাঠকের মনে বাস্তবতা পায় তখন ক্ষুদ্র লেখকের মনটা আকাশের মত বড় হয়ে যায়। এই সুখ কেবল একজন লেখকই বুঝতে পারবেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

রোহান খান বলেছেন: আমার মা আমার কাছে একটা এমপিথ্রি গান শুনলেওয়ালা মোবাইল চেয়েছিলেন। তিনি তখণ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমি মোবাইল কিনে স্কাইপ দিয়ে দেখিয়ে ছিলাম। মোবাইল কেনার ১৪ দিন পর দেশে ফেরার কথা ছিলো। কিন্তু মোবাইল টি কেনার ৭ দিনের মাথায় আমার মা এ দুনিয়ার মায়া ছেড়ে কাউকে না জানিয়ে চলে যান। এ ব্যাপারে একটা লেখা ছিলো আমার এ ব্লগেই পরে দেখবেন।

Click This Link

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

সুখী মানুষ বলেছেন: পড়লাম ভাই
:(

সমব্যাথী...

২| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মদন বলেছেন: :)

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪০

সুখী মানুষ বলেছেন: মদন ভাই,
আমি আমার প্রায় লেখাতেই ছোট্ট কমেন্ট পাই...
কিন্তু কথাবার্তা হয়না।
[email protected] এ একটা মেইল দিবেন?

৩| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্য লেখক।

শুভেচ্ছা।

এখন আর কি করবেন-আরেকজনের জীবিকার ব্যবস্থা না করেই দেন, যে ভাল রাঁধতে পারে-
হযে যাক আরেক গল্পের প্লট ;)

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪০

সুখী মানুষ বলেছেন: :)
আইডিয়া মন্দ না। আছে নাকি ভালো বাবুর্চি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.