![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ভালো জানাজানি, বন্ধুপ্রতিম প্রায়
রাগের মাথায় কথাকাটাকাটি
একান্ত অনিচ্ছায়।
সিদ্ধান্ত দিলাম, আর কথা নয়
এরপর কথা হয় না, দেখা হয়।
কলেজে পড়ি, মোবাইল ফোন এলো
অপর্ণা উপহার দিয়ে জমানো টাকায়
ফোন দিও, বলেছিলো।
খুশিতে কথা দিলাম, দিবো কল ঘুম-ভাঙ্গানিয়া
অপর্ণার আজ সুখের জীবন, কি হবে কল দিয়া।
আজও অপর্ণার কথা ঘুম ভেঙ্গেই মনে পড়ে
সেই বন্ধুপ্রতিম এখন বন্ধু আমার কাছের
রাগে নয় সিদ্ধান্ত, খুশিতে নয় কথা দেয়া
জীবন আজ শুধুই বর্তমানের।
৭/৪/১৪, ঢাকা
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো