নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাবাদের ভালোবাসা

০১ লা মে, ২০১৪ দুপুর ১২:১৯

উত্তরায় সহিদ ভাই নামের এক ভদ্রলোকের সাথে আমার প্রায় প্রতিদিন দেখা হতো। তখন ভার্সিটিতে পড়ি। আমার উদ্দেশ্য তার লাইব্রেরীতে বিনা পয়সায় নতুন নতুন বই পড়া। তার আগ্রহ, ছেলেকে নিয়ে গল্প করা। আমি মনযোগী শ্রোতা।



- অরুণ ভাই, ছেলেটারে কি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করাবো?

- দেন, ভর্তি করায়ে দেন

- হে হে হে আপনে যে কি মজা করেন না!



এতক্ষণ পড়ার ধ্যানে ছিলাম। হাসি শুনে চট করে ধ্যান ভাংলো। ছেলোর বয়সতো এক বছরেরও কম। ওরে ভর্তি করাবে কি!



- বুঝলেন, খালি গাড়ী নিয়া খেলে। এক মডেলের দুই গাড়ী দিলে নিবে না। নতুন নতুন গাড়ী দিতে হবে। আর গাড়ী হাতে যাওয়া মাত্র আছাড় দিয়া ভাঙ্গবে। এর পর শুরু করে ঘাটাঘাটি...



বুঝলাম, নতুন গাড়ীর নেশা পুত্রের না, বাবার। নতুন নতুন খেলনা বুঝার বয়স পুত্রের হয়নি। বাবার আগ্রহটাই পুত্রের উপর চাপাচ্ছেন ভদ্রলোক। কি সুইট ভালোবাসা।



এমন নিত্য নতুন সুইট ভালোবাসার কথা শুনতে বেশ মজা লাগতো। হঠাৎ হঠাৎ অবশ্য একটু বিরক্তও লাগতো।



..........

এখন আমি নিজে সহিদ ভাই হয়ে গেছি। বাবা হওয়ার পর খালি পুত্রকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে। পুত্রের বয়স আজ এগারো দিন। ঘুমের মধ্যে থাকে কেবল। মাঝে মাঝে চোখ খুলে একটু তাকায়, আবার ঘুমায়। বউরে তখন জিজ্ঞাসা করি, বউ পুত্র কি আমার বিজ্ঞানী হবে? দেখতো কেমন জানি গভীর চিন্তায় ডুব দিয়ে আছে মনে হচ্ছে।



এমন গল্পগুলো হয়ত আমার কাছের বন্ধুবান্ধব, কলিগদের সাথেও করবো। যারা বাবা হয়েছেন তারা হয়ত মজা পাবেন। যারা হননি তারা হয়ত একটু বিরক্ত হবেন। কিন্তু বাবা হলে বুঝবেন সন্তানকে নিয়ে গল্প করাতেও কত সুখ!



.....

সহিদ ভাই, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে কি না জানি না। আমার ছেলে বিজ্ঞানী হবে কি না জানি না। মনেপ্রাণে দোয়া করছি এরা সুন্দর একটা পৃথিবীতে সুখী হোক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৪৮

বিষের বাঁশী বলেছেন: আপনার ছেলে বড় হয়ে বিজ্ঞানী হোক, দোয়া রইলো। :)

২| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৫০

বিষের বাঁশী বলেছেন: মায়েরাও ছেলেদের গল্প করতে পছন্দ করে, আমার ছেলেও বিজ্ঞানী হতে চায়, তবে মায়ের ইচ্ছে নয়, নিজের ইচ্ছেয়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.