![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
হাতে একটা চিপস্, পাশের মানুষটাকে যেন দিয়ে দেয়।
হাতে একটা খেলনা, একটা বাবুকে যেন তা দিয়ে দেয়।
বাবা তো আছে আবার এনে দেওয়ার জন্য!
দিতে শিখুক।
সহজ কথা, দিলে কমে না। দেওয়ায় সুখ।
.
ছোট বেলায় দিতে শিখবে, বাবা তা আবার রিফিল করবে। এইটাই আপাতত ছেলে গড়ার একটা পরিকল্পনা। একটু বড় হলে তখন সে টের পেয়ে যাবে দেওয়ার কি সুখ। তখন আর বাবার রিফিল করতে হবে না। মনের শান্তিতেই তা রিফিল হয়ে যাবে।
সুখী মানুষের ছেলে হয়ে ওঠবে অতি-সুখীমানুষ।
.
বাবা প্রিয়, মানুষের কাছে প্রিয় হয়ে ওঠো, নিজের কাছে নিজেকে আরো প্রিয় মনে হবে।
©somewhere in net ltd.