![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
শব্দ বুননে কথা বলি
তোমার আমার আর তাহাদের কথা
হৃদয়ে যে প্রেম
সে প্রেম বিলাই
জনে জনে মনে মনে বলি প্রেমের বারতা।
কম জানি, কম বুঝি
ভালতো বাসি বেশী
বন্ধু
তোমারে, তোমাদেরে বন্ধু
ভালোতো বাসি বেশী।
কথার গাঁথুনিতে তাই বলে যাই।
যদি মিলে যায় কথাতে কথা
ভেবে নিও
বন্ধু ভেবে নিও - চিন্তা চিরন্তন।
যদি না মিলে কথা
বন্ধু
ও বন্ধু আমার
আমার কথাতেই নাহয় বলো হৃদয়ের কথা।
২৭/৫/২০১৪, ঢাকা
২৭ শে মে, ২০১৪ সকাল ১০:৩৯
সুখী মানুষ বলেছেন: যদি আপন করে নাও
তবে কবি তোমাদেরই কবি
কবি কয়েন তোমাদেরই কথা
সুখে থাকবেন।
২| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৪১
অন্ধবিন্দু বলেছেন:
ভালো লাগলো, সুখী মানুষ।
৩| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৩
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
৪| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: এই লাইনটা চমৎকার লাগলো!
৫| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৪০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মনে হচ্ছে সুর দিলে চমৎকার গান হবে !
ভালোলাগা, ভালো থাকুন ।
৬| ২৮ শে মে, ২০১৪ সকাল ৮:০০
দুঃখ বিলাস বলেছেন: ভালোলাগা, ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ সকাল ৯:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম পড়লাম -- কাহার কথা বলিয়াছ কবি !!! কাহার কথা !!
ভাল লাগলো কবিতাখানি -----শুভকামনা