নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

(একেবারেই নিজস্ব মতামত)

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪

(একেবারেই নিজস্ব মতামত)

--------------------------------

-নাহ খালি হাতে যাবো না।

এতক্ষন পর তিনি আসল কথাটা বল্লেন। অনেক্ষণ ধরেই বলছিলাম যে, ভাই বাসার নীচেইতো আছেন আমার প্রিয় কে একটু দেখে যান। কিন্তু ভদ্রলোক নানা বাহানা দিচ্ছিলেন এতক্ষণ।



আমি হাসি দিয়ে বল্লাম, খালি হাতে যাবেন না মানে? নয়-মনি পাথর হাতে নিয়ে আমার পুত্রকে দেখত যাবেন!





পুত্র প্রিয়'র দিকে কেউ একজন যদি একটু আদর করে তাকায়, তাকেও আমার ভালো লাগে। কাছের মানুষ, পরিচিত মানুষ যাদের সময় আছে, সুযোগ আছে প্রিয়কে দেখার। তাদেরকে মন থেকেই দাওয়াত দিচ্ছি। সময় সুযোগ হলে প্রিয়কে দেখতে যাবেন। আপনাদের ভালোবাসার একটা দৃষ্টি যেন আমার পুত্র পায়। পুত্র আমার, প্রিয় যেন হয় আপনাদের। পুত্র বড় হলে যেন আপনার সাথে দেখা হলে বলতে পারেন, ব্যাটা তোরে দেখতে গেছিলাম।



আর হ্যাঁ কিছুই নিবেন না তা বলছি না। দৃষ্টি ভরে ভালোবাসা নিয়ে যাবেন। আর ভালোবাসাটারই কোন ক্ষয় নাই, কেবল জয় আর জয়।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৫

ভুলনা আমায় বলেছেন: আসলে সত্যি হয়ে গেলো
দোয়া চাড়া আর কিছু দিতে পারলাম না ।
দোয়া করি অনেক দিন বেঁচে থাক আপনার প্রিয়।

২| ৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫০

আহসানের ব্লগ বলেছেন: কেবল জয় আর জয় :)

৩| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২১

সোজা কথা বলেছেন: ওর জন্য সবসময় শুভ কামনা।

৪| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২১

সোজা কথা বলেছেন: ওর জন্য সবসময় শুভ কামনা।

৫| ০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৩৬

মাহমুদুর রাহমান বলেছেন: আপনার আইডি টা আমাকে দিয়ে দেন :)

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:৩২

সুখী মানুষ বলেছেন: আমি নিজেইতো আপনাদের ভাই :)

৬| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:৪১

অরণ্যের কাকতাড়ুয়া বলেছেন: প্রিয়র জন্য প্রিয়ময় শুভকামনা :-P

৭| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:১৯

মোবারক সরকার বলেছেন: suvo kamona roilo

৮| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৫

দৈনিক মজিদকন্ঠ বলেছেন: ওর জন্য প্রিতি ও শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.