![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
রিক্সায় রিক্সায় ধাক্কা লাগলে এরা বয়স গুনে না।
তুই তুকারি শুরু হয়ে যায়।
ব্যাতিক্রম দেখলাম এই রিক্সাওয়ালায়। আমার রিক্সায় ধুম করে ধাক্কা দিলো এক রিক্সা। চালকের বয়স আমার চালকের চেয়েও কম। অথচ আমি যে রিক্সায় আছি এই ড্রাইভার সুন্দর করে দরদ নিয়ে জিজ্ঞাসা করলো
- কি ভাই ব্রেকটা ঠিক করায়ে নেন না কেন?
ফিরতি জবাব আসলো আরো সুন্দর
- ভাই ব্রেক ঠিকই আছে, সময়মত চাপতে পারি নাই।
এবার দুই জনই ফিক করে একটু হেসে দিলো।
জিজ্ঞাসা করলাম
- মামা, পরিচিত নাকি?
- নাহ্ মামা।
- তো এত সুন্দর করে বল্লেন যে?
- ইচ্ছা করে কি মামা কেউ কাউরে ধাক্কা দেয়? রাগ কইরা কি অইবো?
রিক্সা থেকে নেমে ভাঙ্গতি টাকাটা ফেরত নিলাম না। বল্লাম, এইটা আপনার ভালো ব্যবহারের গিফ্ট। ভদ্রলোক এত সুন্দর করে একটা হাসি দিলেন! এই হাসির মূল্য এক কথায় অমূল্য।
আমি নিশ্চিৎ, ভিবিষ্যতে সুন্দর ব্যবহারের জন্য আরো বড় হবে। হয়ত তখন ছোটখাটো কোন ব্যাবসা ট্যাবসা করবে। কিন্তু খারাপ ব্যবহার করার কারন থাকলেও করবে না। তার মনে কোথাও না কোথাও লুকিয়ে থাকবে একটা আশা। আর তা হলো, সুন্দর ব্যবহারের একটা সুন্দর রিটার্ণ আছে।
২| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর ব্যবহার একটা সম্পদ --- ভাল লিখেছেন --- ভাল লাগলো
৩| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪০
পাজল্ড ডক বলেছেন: খুব বিরল একটা ঘটনা বললেন,অথচ এটাই হওয়া উচিত।
৪| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: আমরা বাঙ্গালীরা অদ্ভুত জাতি। কখন আমরা ভালো ব্যবহার করবো, কখন বা খারাপ ব্যবহার করবো। তা আমরা নিজেই জানি না।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: মানুষের একটাই জিনিস আছে, সুন্দর ব্যবহার।