![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বউয়ের কান্নায় ঘুম ভাঙ্গলো মাঝরাতে। বউয়ের কান্নার ফাঁকে দেখি আমার পুত্র ক্লান্ত হয়ে ওউ..ওউ... করে কাঁদছে। ঘটনা পরিষ্কার হলো। ছেলে একটানা কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আর পুত্রের কান্নায় তার মা পেরেশান হয়ে শুরু করেছে কান্না। চোখের পানি, নাকের পানিতে একাকার কান্না।
নারীর শতভাগ ভালোবাসা কেবল তার সন্তানেরাই পায়। ছেলে শিশুরা বড় হয়ে সারা জীবন এই ভালোবাসার সন্ধানে কাটায়ে দেয়। আর মেয়ে শিশুরা বড় হয়ে সারা জীবন এই ভালোবাসা বয়ে নিয়ে বেড়ায়।
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:২৮
সুখী মানুষ বলেছেন: ভালোবাসতে গেলেতো কেউ ফেরত আশা করে বাসেনা! যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম ই হলো ভালোবাসা...
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:২৪
সোহানী বলেছেন: ছেলে শিশুরা বড় হয়ে সারা জীবন এই ভালোবাসার সন্ধানে কাটায়ে দেয়... তারপর ও মাকে মনে হয় সেটা ফিরিয়ে দিতে চায় না।