নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন ইস্যু এবং বন্ধুর প্রশ্নের উত্তর।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

শিয়া সুন্নীতে মুসলমানরা দুই ভাগে বিভক্ত। এই দল মনে করে ঐ দল অমুসলিম। আর শুধু মনে করাতেই সীমবদ্ধ থাকলে ভালো হতো। বোমা হামলায় দুই দিন পরপরই শোনা যায় বিশ তিরিশ জন নিহত। ফিলিস্তিনেও একই ঘটনা। শান্তি যখন আসে আসে তখন দেখা গেলো মুসলিমদের অংশ দুই ভাগ হয়ে গেছে। হামাস আর ফাতাহ। গাজায় হামাস কর্তৃত্য করছে। আর এই হামাস কি না পৃথিবীর অলমোষ্ট সব দেশেই টেরোরিষ্ট হিসাবে গণ্য!



এদ্দিন ছিলো ইসরায়েল, ফিলিস্তিন ইস্যু। এখন হয়ে গেছে ইসরায়েল-হামাস-ফাতাহ ইস্যু। ইসরাইলের মেজরিটি পার্সন মনে করে ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আর ইসরায়েলের খুবই সামান্য কিছু আশাবাদী লোকের ইচ্ছা হচ্ছে দুই দল মানুষই একে অপরের প্রতি শ্রদ্ধা দেখায়ে একই দেশে থাকুক।



মূল সমস্যাটা দেখা দিয়েছে আত্মঘাতী বোমা হামলা, জিহাদী আ্যাটাক ইত্যাদিতে। এরা নিজেরাই মরার ফাঁদ তৈরী করছে আর ইসরাইল নিজে ঐ ফাঁদে পা না দিয়ে এদের ফাঁদেই এদেরকে মারছে।



মুসলিমরা মনে করে আল্লাহ এক। কিন্তু এক আল্লাহ'র এরা একদলে থাকবে না। নিজের মত করে শিয়া, সুন্নী, হানাফী, মউদুদী, কাদেয়ানী ইত্যাদিতে ভাগ হয়ে যাবে।



দুনিয়ার সবাই শান্তি চায়। শান্তির পথে বাধা কম থাকে। ইগুর পথে পথে বাধা থাকে। ইগু ভুলে, শান্তির পথে হাটলেই আর কেউ কাউকে মারবে না।



আর ভুলে গেলে চলবেনা ইসরায়েল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিলো। কোন আরব মুসলিম ভাই দেয় নাই। আরবের মুসলিম ভাইরা পাকিদের সাপোর্ট দিয়েছিলো যেন তারা মুসলিম বীজ আমাদের মা-বোনদের দিয়ে যেতে পারে। ইসরায়েলের ধনাঢ্য ব্যাবসায়ীরাই তাদের অর্থের অর্ধেকেরও বেশী দান করেন বিশ্ববাসীর উন্নতি আর গরীবের সাহায্যে। এই অনুদানের কোথাও বলা থাকেনা যে মুসলিমরা পাবে না।



মানুষ কখনোই খারাপ না। কেউ কাউরে মারতেও চায় না। শুধু মাঝখানে মতভেদের জন্যই ভুল বোঝাবুঝি হয়। হামাস আর ফাতাহ কিন্তু ইসরাইলী কিছু না। তারা ফিলিস্তিনেরই দুই দল। এরা এক হইলেই শান্তির পথ সুগম।



আর দূতাবাসে সাহায্য করে কোন ফায়দা হবে? সাহায্য কতটুকু পৌছাবে সেইখানে! এইসব সাহায্য পথিমধ্যেই ভাগাভাগি হয়। আবেগে কিছু চলে না উস্তাদ। সিএনজি'র পিছনে যা লাখা থাকে তাই সত্য -বাস্তব বড় কঠিন।







মূল পোষ্ট

***********

'অনেক কিছু নিয়াইতো পোষ্ট দেন, ফিলিস্তিন নিয়াও একটা দেন। ঐখানে হলোকাষ্ট হচ্ছে'



(Holocaust-An act of mass destruction and loss of life (especially in war or by fire))।



বন্ধুর এই মেসেজ পড়ে যা হইলাম তার শুদ্ধভাষা হচ্ছে কিংকর্তব্যবিমূঢ়। কারন এই ষ্টেটাস ফেসবুকে দিয়া হবে টা কী? আর আমিতো রবীন্দ্রনাথ না যে যুদ্ধ বন্ধের চিঠিতে কাজ হবে।



যাদের সমস্যা তাদেরই সল্ভ করতে হবে। আমাদের হুদাই চিল্লানিতে কিছু হবে না। একটা জাতির অনেক দিক থাকতে হয়।

১) লিডার থাকতে হয়, যার বিশ্বনেতাদের সাথে ভালো সম্পর্ক

২) অনেক বড় মাপের সাহিত্যিক, খেলোয়াড়, পপষ্টার, বিজ্ঞানী.... থাকতে হয়। যার ডাকে বিশ্ববাসী সাড়া দিবে।

৩) অর্থ থাকতে হয়, সামরীক শক্তি থাকতে হয়, কূটনৈতীক বুদ্ধি থাকতে হয়।

৪) সর্বোপরী আর কিছু থাক আর না থাক মানুষগুলো ভালো হইতে হয়। ভুটানের মত, নিরীহ মানুষ। কোন ভেজালে নাই।



ইত্যাদি গুন না থাকলে অন্যায় ভাবেও যদি শক্তিশালী কেউ খুন খারাবি করে তবুও কিছু করার থাকে না। কারন যে অন্যায় ভাবে হলোকাষ্ট করবে সে দুই একটা শক্তিশালী কু-সঙ্গ সাথে নিয়েই করবে। ঠেকানোর শক্তি না থাকলে, মাইর খাবে, বিলীন হয়ে যাবে। এইটাই বাস্তবতা।



কথাগুলো খুব কঠিন করে বল্লাম। ফিলিস্তিনের বাচ্চাবাচ্চা পোলাপানের নির্যাতিত চেহারা ছবি দেখে আমারও মন কাঁদে। কিন্তু দুনিয়ার নিষ্ঠুর নিয়ম সর্বত্রই এক। কি বনে, কি জলে কি জঙ্গলে। এমনকি মানবের শাষন ব্যাবস্থায়ও। সার্ভাইবাল দা ফিটেষ্ট।

---------------

বন্ধুর উত্তর

***********

Post dilen to dilen....ekbaray kuchai post dilen...... help korar kono chestai korlen na.....jodi help korar iccha takto ...... tahole at least bolten Palestina embassy te Aid collection hocche okhane kisu diten r dite bolten..... r tao jodi na parten..... atleast Allah er Doa korte bolte parten..... r abar liksen "Bhalo Lok hoite hoi"..... Apne koi jon palestine ke chinen???? they have been f**king suffering for the 60-70 years, they are being born n brought up in between injustice & bombs from Israel.... Apnar ki mone hoi tara apnagor chumma dibo???? Karap jodi hoyeo takay that is for their survival..... I know few palestines personally and I have heard their stories .... You talked about leaders, scientist, Kobi..... Do you know there have been targeted killing every now and then by Israel ? Even if there was any leader, they are all dead by now... Rabindranath jonmo nileo ...ato din e otareo maira felto....... Shalar Middle East Arab leaders gula der kisu koilen na? Eder jonnoi to ei Obosta......



If you dont want to post then dont post.....at least dont ridicule them .....



R jodi 1 Waqt namaj pore thaken r Roja rekhe takan... Allah er kase Dua Koiren.... This is the best help you can offer in this month of Ramadan..... and please don't ridicule without knowing the facts......

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২০

মেহেদী_বিএনসিসি বলেছেন: ইহুদীদের শত্রু মনে না করে তাদের দেখে শেখার চেষ্টা করা উচিত...(অতিরিক্ত ধর্মানুভুতিই আমাদের শত্রু) ....
তানাহলে পৃথিবীর জনসংখ্যার ১% চেয়েও কম হয়ে তারাতো পুরা পৃথিবীই শাসন করছে............টেকনোলজী-আবিষ্কার-অষুধপত্র-বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানী, সারা মিডিয়া.........কি নেই তাদের........ওরা বসে বসে ঠিক করে দেয় মধ্যপ্রাচ্যের কোন দেশে কে ক্ষমতায় থাকবে........আমেরিকাতে কে মনোনয়ন পাবে না পাবে........

২| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯

আলম 1 বলেছেন: ইসরায়েলের ধনাঢ্য ব্যাবসায়ীরাই তাদের অর্থের অর্ধেকেরও বেশী দান করেন

৩| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

মুদ্‌দাকির বলেছেন: মাথা মোটা পোষ্ট

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১০

সুখী মানুষ বলেছেন: আপনি আপনার জ্ঞান, ব্যাবহার ইত্যাদি দিয়ে চিকন মাথা হবেন। একদিন রবীন্দ্রনাথের পাশে বাঙ্গালী আপনার ছবি রাখবে। এমনটাই যেন হয়।

নাকি রবীন্দ্রনাথও আপনার থিউরিতে মাথামোটা!

৪| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ওয়্যারউলফ বলেছেন: ইসরায়েল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল এই তথ্য কোথায় পেলেন ?ইসরায়েল বাংলাদেশকে কখনও স্বীকৃতি দেওয়ার প্রশ্নই উঠে না ।বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছী ভূটান ।

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

সুখী মানুষ বলেছেন: ইসরায়েল দুই বার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। একবার যুদ্ধ চলাকালীন। আর একবার যুদ্ধ শেষ হওয়ার পর। কিন্তু বাংলাদেশ একবারও এই স্বীকৃতির স্বীকার পর্যন্ত করে নাই। উল্টা পাসপোর্টে লিখে রেখেছে ... একসেপ্ট ইসরায়েল। বিস্তারিত গুগুল করেন, পাবেন।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

আরজু মুন জারিন বলেছেন: বন্ধুর এই মেসেজ পড়ে যা হইলাম তার শুদ্ধভাষা হচ্ছে কিংকর্তব্যবিমূঢ়। কারন এই ষ্টেটাস ফেসবুকে দিয়া হবে টা কী? আর আমিতো রবীন্দ্রনাথ না যে যুদ্ধ বন্ধের চিঠিতে কাজ হবে।

আমার এক অবস্থা। পোস্ট টি পড়ে কিংকর্তব্যবিমূঢ়।উত্তর যে কি দিব ভাবছি।

আপনার লেখার শেষ লাইন টা সংযুক্ত করে উত্তর দিলাম

দুনিয়ার নিষ্ঠুর নিয়ম সর্বত্রই এক। কি বনে, কি জলে কি জঙ্গলে। এমনকি মানবের শাষন ব্যাবস্থায়ও। সার্ভাইবাল দা ফিটেষ্ট।????আপনার লেখার শেষ লাইন টা সংযুক্ত করে উত্তর দিলাম তাই মনে সব জায়গায় পেশীশক্তির ই জয়। জোর যার মুল্লক তার। ....বা শেষ কথা হল সার্ভাইব, যে যুদ্ধে করে সে টিকে থাকে।

৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: ভালো লাগল। ওমান আরবদের মধ্যে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে স্বীকৃতি দিয়েছিল আজ অবশ্য ওমানের কথা সরকারগুলো উচ্চারন করেনা।

আড়াই কি তিন হাজার বছর ধরে এই ছোট্ট এবং মেধাবি দলটি মিশরের প্রান্ত থেকে মেডিটারিয়ান এর পথে পথে ঘুরে বেড়িয়েছে এবং সর্বশেষ তাদের পুরনো এক কালীন জায়গাতে আবার গেড়ে বসল। অবশ্য হাজার বছর ধরে ইহুদিদের অন্য অংশ ফিলস্তিন ও লেবাননে বসবাস করেছে এবং এখনো করছে । লেবাননে তিন ধর্মের আন্তঃ বিবাহে ধরম বদল করা লাগে না । আমি এইসব দেশের লোকদের সাথে মিলেছি,জেনেছি ও দেখেছি তরুন ইহুদিদের নিত্য নতুন গবেষণার ফসল । ওরা ওদের তৈরি জিনিশ এক দশকের বেশী হাতে রাখেনা , কপিরাইট বিক্রি করে দেয় । হামাস গতকাল সকাল পর্যন্ত ৫০০ দুরপাল্লার রকেট ছুড়েছে ইসরায়েলে । আমি দোষ কাকে দেবো? তালেবান,ইরাক, বোকো হারাম, আল শাবাব যখন নিরবিচারে মানুষ মারে তখন কাউকেই দেখা যায়না প্রতিবাদ করতে ।কিন্তু ইহুদিদের নিয়ে গাজ্বালা সেই পাক সময় থেকে দেখছি । গত দুবছরে পাশেই সিরিয়ায় ১৭০০০০ মানুষ মারা গেছে , কেউ শব্দ ও করেনি এখানে ।১০ লক্ষ সিরিয়ান মুসলিম এখন উদ্বাস্তু ,তারা বাড়িতে মনে হয় আর ফেরত যেতে পারবে না ইউ এন এর দেয়া তথ্য অনুযায়ী । কই কোন বাম তো এগিয়ে আসেনি ।এবার প্রতিবাদী হচ্ছে বাম এন জি ওরা যারা ক্রিশ্চিয়ান আর ইহুদিদের টাকায় চলে ,হলোটা কি ওদের?

৭| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩

রেজা রিপো বলেছেন: আপনার লেখা আগ্রহ নিয়ে পড়ি............আগ্রহটা নষ্ট করে দিলেন।

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

সুখী মানুষ বলেছেন: তাহলে আমি আমার কষ্টটা বুঝাতে ব্যার্থ হয়েছি।
অবশ্যই এই দায় আমার।

কিছুদিন ধরে এই সব দেখে দেখে সহ্য হচ্ছিলোনা। পরে গুগুল করে কিছু পড়াশুনা করলাম। দেখি, কোন সমাধানের পথ নাই। এত এত বছর ধরে বিষয়টা এতটাই ঘোলাটে হয়েছে যে এখন ডারউইন থিউরিতেই যেতে হবে। সারভাইবাল অব দা ফিটেষ্ট।

৮| ১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১০

রেজা রিপো বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.