![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
জন্মদিনের আগের দিনটা আমার বেশ বিব্রতকর অবস্থায় কাটে।
রাত ১২টায় যারা ফোন দেন তাদের ভালোবাসার উত্তরে কি বলবো ভেবে পাইনা। কেক টেক কাটা হওয়ার আনুষ্ঠানিকতায় কি করবো তাও বুঝিনা।
কিন্তু মনে মনে ঠিকই একটা অপেক্ষা থাকে। খুব কাছের কিছু মনুষ মনে রেখেছে কি না জানতে ইচ্ছা করে। হোক সে এসএমএস, ইমেইল বা ফোনে।
ফেসবুকে উইশ করাটা আমার কাছে বিরক্তকর। কেবল মনে হয় জোর করে ফেসবুক মনে করিয়ে দিচ্ছে উইশ করার জন্য। এবার তাই জন্মদিনটা হাইড করে দিলাম। ফলাফর আশানুরূপ, একটা উইশও আশে নাই। অবশ্য ফোনেও শুধু ড: শশাঙ্কদা-বৌদি-অর্ক এবং স্কাইপে বিজন ভাই ছাড়া আর কেউ উইশও করে নাই।
যাক ভালোই লাগছে। নিজের সম্পর্কে ধারনাটা আর একটু পাকাপোক্ত হলো। আমাকে মনে রাখবে এতটা আপন আমি কাছের মানুষদের কাছে হতে পারিনি। সবাইকে আমার আরো কিছু দিতে হবে, আরো বন্ধুত্ব, আরো ভালোবাসা। তবেই যদি মনে রাখে। অন্যের মনের ভিতরে থাকা চারটে খানেক কথা না।
হ্যাপি বার্থডে টু মি।
২| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৫
প্রবাসী পাঠক বলেছেন: শুভ জন্মদিন।
৩| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০১
সুখী মানুষ বলেছেন: রাজশাহীর কবি রজনীকান্ত'র কাছে ধার নিলাম কয়টা চরণ
"আমি অকৃতি অধম বলেও তো
কিছু কম করে মোরে দাওনি ৷
যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া
কেড়েও তো কিছু নাও নি ৷"
৩৩ টা বছর চলে গেলো। দূর্ঘটনায় মারা গেলে পত্রিকায় নামের শেষে (৩৩) এমন করে ব্রেকেটে ৩৩ আসবে।
অন্তরে মানুষের প্রতি, সৃষ্টির প্রতি যে মায়া লালন করছি তার প্রকাশ আর কত বছর পর করতে পারবো কে জানে।
অন্তত বন্ধুদেরকে যে ভালোবাসি তার প্রকাশ এখনি করছি। পরিবার হলো 'সব পাখী ঘরে ফেরে' এর মত আশ্রয়। আর বন্ধু হলো, ঘের ফেরার আগে ঘুরে বেড়ানোর বিশাল চারণভূমি। আই লাভ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। থ্যাংক ইউ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৭
রাজিব বলেছেন: শুভ জন্মদিন এবং আপনারের নিকের মতই আপনি সুখী হন।