![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
উত্তরটা একটু ঘুরিয়ে দেই...
প্রশ্নটা হচ্ছে - ঈদ কই করতেছেন?
ছোটবেলায় দেখতাম মা সবার পরে ভাত খেতেন। খেতেন বল্লাম কারন তিনি বহু বছর ধরেই ভীষণ অসুস্থ। এখন মুখে তুলে খাইয়ে দিতে হয়। যাই হোক, আমাদের সবার খাওয়া হয়ে গেলে তবেই মা'র খাওয়া হতো। মাঝেমাঝে হয়ত ঝোলটুকুই ভরসা ছিলো। কিন্তু তাতেও মা'র কি সে প্রশান্তি!
ঈদে সবাই বাড়ী যাবে। প্রিয়জনদের সাথে ঈদ করবে এটাই স্বাভাবিক। কেউ কেউ কিন্তু আপনাদেকে ঈদ করাচ্ছেন। যে বাসটি আপনাকে ঈদের আগের দিন আপনার গন্তব্যে পৌছে দিলো তার বাড়ী হয়ত বহু দূরের কোন জেলায়। তার ঈদ হবে পথে পথে।
ঈদের দিন বিকাল বেলায় যে রিক্সাটি করে আনন্দে ঘুরতে বের হলেন এই রিক্সাওয়ালাও কিন্তু আপনাকে ঈদ করাচ্ছেন। ফুচকা খেতে ঝিলের ধারে বসেছেন ঈদের দিন সন্ধায়। এই ঈদ আনন্দের কিছুটা অংশ কিন্তু এইসব লোকগুলোর কারনে সম্ভব হচ্ছে। হয়ত বলবেন বিনিময়ে টাকাতো দিচ্ছেন। ভাইরে, টাকার বিনিময়ে যদি সবাই কাজটা করতে না চায় তাহলে? কই এখন টাকার বিনিময়েওতো বাসার কাজে সাহায্য করার মত একটা মানুষ খোঁজে পাওয়া যায়না।
আপনি দুই সেকেন্ডের মাথায় হয়ত একটা টিভি চ্যনেল বদলে ফেলেন রিমোটে চেপে। কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলেই সার্বক্ষণিক কয়েকশো মানুষ কাজ করতে হয়। তবেই নিঁখুত ভাবে সময় মেপে সব তৈরী করা এবং দেখানো সম্ভব।
তো এবার আসি উত্তরে। ভাই ঈদ করতেছি অফিসে।
কারন আপনারা যখন আপনজনদের সাথে বসে আড্ডার ফাঁকে ফাঁকে টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখবেন তখন এইগুলান আমরাই দেখাবো। এক্ষেত্রে নিজেদেরকে আমার মায়ের আসনের কেউ মনে হয়। মা সবাইকে খাওয়ায়ে তবেই খেতেন। আমরাও আপনাদের সবাইকে ঈদ করিয়ে তবেই ঈদ করতে যাবো। এ বিষয়টা বেশ আনন্দের, বেশ প্রশান্তির।
আর পরিবার? পরিবারত কেন রাগ করবে? পরিবার স্মার্ট না? পরিবারতো বুঝে মানুষটা একটা সিরিয়াজ কাজ করে
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২
সুখী মানুষ বলেছেন: ভাই বুঝলাম না।
ঈদ মোবারক
২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর লেখায় ভালো লাগা রইলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সুমন কর বলেছেন: সংকলনের জন্য নিয়ে গেলাম। ঈদ মোবারক।