নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারক

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

সবাইকে, একেবারে সব্বাইকে ঈদ মোবারক।



এবার গ্রামাতো এক ফুপার গল্প বলি-

- ব এর পুন্দে ক দিতে পারস না ব্যাটা। আবার পন্ডিতি *দাস।

আমি ফিসফিস করে বল্লাম, ফুপা ব এর পু*এ না, কানে, এইটা কানে হবে।

তিনি এবার আমার দিকে ফিরে বল্লেন, ঐ ব্যাটা কানে কইলে কি চেত (রাগ) কমে? আমার বয়স তখন ১২ কি ১৩ বছর। আমাকে তিনি শশুর ডাকতেন। এখনের "ব্যাটা" ডাকার ভঙ্গি দেখে আমি চয় হৃস্ব উকার প, চুপ।



এই চেতটাই তার কাল হলো। নিজের বাপ, ভাই, বাড়ী ছাড়তে হলো। শেষে এসে শশুর বাড়ীতে (আমাদের পাশের বাড়ী) ওঠলেন। বউ এর ভাইয়ের উপর এমন ভাবে প্রায়ই চেত ঝাড়তেন। ফলাফল, বাপের বাড়ীর পুনরাবৃত্তি। এরপর বহুবছর আর তার তার সাথে আমার দেখা নাই।



প্রায় ২০ বছর পর কয়েকদিন আগে উনার সাথে আমার দেখা। কুমিল্লায় রেলষ্টেশানের পাশে বিড়ি সিগারেট বিক্রি করেন। সামনে গিয়ে দাড়ালাম। তিনি আমাকে চিনলেন। হাইস্কুলের অনেকদিন না দেখা বন্ধুদের মত বল্লেন না, কি রে কত মোটা হইসছ, চিনিই নাই। খুব আদর যত্ন করলেন, শশুরই ডাকলেন। পাশের দোকানদারকে বলে চা খাওয়ালেন। দুপুরের ভাতও খাওয়াতে চাইলেন, কিন্তু সময় ছিলোনা আমার।



আমি আসার সময় কি বলবো খুঁজে পাচ্ছিলামনা। ফুপা হাসতে হাসতে বল্লেন - শশুর, চেতটা কমাইতে পারি নাই।

আমি বুঝলাম, তিনি এই কথার মাধ্যমেই বুঝাতে চাইলেন, কেন আজ তার এই দুরবস্থা। কি মনে করে যেন টুপ করে উনার পা ছুঁয়ে সালাম করলাম।



আজ ঈদের দিন। কাছের দূরের যত মানুষের সাথে চেত দেখায়ে, রাগ দেখায়ে কিছুটা হলেও দূরত্ব বেড়ে গিয়েছিলো। আজ অন্তত ঈদের বাহানায় গিয়ে একটা হাসি দিয়ে ঈদ মোবারক বলে আসুন না। বুকে বুক মিলায়ে আসুন। আমরা কেউই দূরত্ব চাই না, আমরা সবাই সুন্দর সম্পর্ক চাই। আজ ঈদটা হোক সুন্দর সম্পর্ক শুরু'র দিন। ঈদ মোবারক।



(আমার উপর যাদের চেত, রাগ আছে তারাও আসুন একবার বুকে বুক মিলাই। ঈদ মোবারক করি)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮

জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক

২| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.