![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
মন যমুনায় ঢেউ থাকেনা, কেবল কালো জল
ছোট্ট একটা ডিঙ্গা থাকে, ধরে দু'জন কেবল।
থাকে পাগল বাতাস, সাথে বৃষ্টি অঝর ঝরঝর
মন যমুনার পাড়ে থাকে কেবল একটি ছোট্ট ঘর।
আর কোথাও কেউ নেই, নেই কোন কোলাহল।
মনে থামেনা বাদল, কমেনা মেঘলা আঁধার মায়া
পিপাশিত মনে পড়ে আরেক পিপাশিতের ছায়া।
ঢেউ নেই তবু দুই মনে খুব বাড়ে বাঁধ ভাঙ্গা ঢল।
১৯/৮/২০১৪ , ঢাকা।
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৯
সুখী মানুষ বলেছেন: এত সুন্দর পর্যবেক্ষণ!
অবশ্যই ছন্দ মিলানোর চেষ্টা করছি।
অনেখ ধন্যবাদ। সত্যি সত্যি ধন্যবাদ।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫
সরদার হারুন বলেছেন: মাএা বলতে একটা কথা আছে। সেই মাএা বুঝলেই এ দোষ থাকেনা।আপনি এরউপর পড়াশুনা করুন তাহলে ভাল করবেন।আপনার লেখার শেষ প্যরায় দেখুন-
মায়া
ছায়া ।
সুন্দর মিল ।
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: মনে থামেনা বাদল, কমেনা মেঘলা আঁধার মায়া
পিপাশিত মনে পড়ে আরেক পিপাশিতের ছায়া।
ঢেউ নেই তবু দুই মনে খুব বাড়ে বাঁধ ভাঙ্গা ঢল
সুন্দর
৪| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২০
আরজু মুন জারিন বলেছেন: মনে থামেনা বাদল, কমেনা মেঘলা আঁধার মায়া
পিপাশিত মনে পড়ে আরেক পিপাশিতের ছায়া।
ঢেউ নেই তবু দুই মনে খুব বাড়ে বাঁধ ভাঙ্গা ঢল।
ভাল লেগেছে কবিতা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
৬| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৫
নাহিদ শামস্ ইমু বলেছেন: বেশ ভালো হয়েছে...
৭| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: মন যমুনায় ঢেউ থাকেনা, কেবল কালো জল কবিতার শিরোনাম পছন্দ হয়েছে।
৮| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮
বাংলার পাই বলেছেন: অনেক অনেক সুন্দর লিখেছেন। শুভেচ্ছা রইলো।
৯| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪
সরদার হারুন বলেছেন: কাল = ২ অক্ষর
কেবল= ৩ অক্ষর
উভয় যদি দু অক্ষরে হোত তাহলে। ভাল হতো।
যা হোক ভাল হয়েছে।