![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আলী হোসেন, কঠিন বিড়ি-খোর।
সম্পর্কে তিনি গ্রামাতো দাদা। গ্রামে বিড়ি বলতে তখন কেবল আবুল বিড়ি, দুই টাকা প্যাকেট। কয়দিন পর শুরু হলো, আকিজ বিড়ি। মানুষজন আবুল থেকে আকিজে ঝোঁকে পড়লো অনেকেই। কিন্তু আলী হোসেন দাদা আবুলেই স্থির রইলেন।
আবুল বিড়ির কর্তৃপক্ষ হয়ত চিন্তা করলো, বিড়ি তো বিড়িই! হয়ত আকিজের প্যাকেজিং এর কারনে তা বেশী চলছে। আবুল তার বিড়ির প্যাকেজিং বদলালো। সাথে আরেকটা কাজ করলো, বিড়ির পিছনের অংশে আকিজের ছবির মত নিজের ছবি লাগিয়ে দিলো। এতে অন্যদের আগ্রহ বাড়লো কিনা জানি না। তবে আবুল হোসেন দাদা বিড়ি ছেড়ে দিলেন। তার যুক্তি হলো
- নাতি, বিড়ি টানতে গিয়া আরেক ব্যাটারে চুমা দিমু? বিড়ি গো*য় আরেক ব্যাটারে চুমাচুমিতে আমি নাই।
তখনো পড়ি প্রাইমারী স্কুলে, চুমাচুমির বিষয়টি তেমন বুঝলাম না। তিনি আমার কাছে সম্মতি আশা করে বল্লেন
- ক দেহি নাতি, তুই তো শিক্ষিত মানুষ, তুই ক নিজের টেহা খরচ কইরা ঐ ব্যাটারে চুমাইতে অইবো?
প্রশ্নের ধরণ দেখে প্রশ্ন কর্তা কী উত্তর আশা করছেন তা টের পাওয়া যায়। তাই সম্মতির সুরে বল্লাম
- হুম ঠিক।
-০-
আসলে বদ-নেশা ছাড়ার জন্য ইচ্ছা শক্তিই হলো মূল। কিন্তু এই ইচ্ছাটাই আমাদের জাগে না। তারে জাগাতে হলে একটা বাহানা লাগে, ছুঁতা লাগে। আমরা নিজেরা কিন্তু জানি আমাদের বদ নেশা কী কী আছে। আর বদ নেশা ছাড়ার কারো ইচ্ছা নাই এই কথাটা আমি মানতে পারলাম না। ঘটনা হলো, নেশাটা ছাড়ার মত আমাদের বাহানা নাই, ছুঁতা নাই। একেকটা বদ নেশা দূর করার জন্য সাইজ মত একটা বাহানা দাড়া করাতে পারলেই ব্যাস।
উদাহরণ দেই, সিগারেট ছাড়ার ঘটনাটা দিয়েই দেই। প্রতি দিন কয়টা সিগারেট নিজে খান এবং অন্যদের অফার করেন? একটু হিসাব করে দেখেন। চার টা, পাঁচ টা? অর্থাৎ প্রায় পনেরশো থেকে দুই হাজার টাকা মাসে। এই টাকায় ছোটখাটো চার পাঁচটা খেলনা হয়ে যাবে। এই খেলনা হয় নিজেদের ঘরের বাচ্চাদেরকে দেন। না হয় পরিচিত আত্মীয় স্বজনদের বাচ্চাদের দিন। তা ও যদি না থাকে রাস্তায় যে কিউট কিউট বাবুগুলা ঘুরে বেড়ায় তাদের হাতে দিন। ভেবে দেখুন, প্রতি সপ্তাহে একটা খেলনা আপনি বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন! এর চেয়ে বেশী আনন্দ তিন দুনিয়ায় (ত্রিভুবনে) আর কিছু আছে?
-০-
আমি সেলিব্রেটি কেউ না। তবু দেখি এই ঘটনায় কয়জনের ইচ্ছা শক্তি জেগে ওঠে। কয় জন বদ নেশা দূর করার মত বাহানা, ছুঁতো খোঁজে পেয়ে তা কাজে লাগাতে পারেন। সুখী হউন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০
নাইমুল ইসলাম বলেছেন: অনেকদিন পর একটা 'সুন্দর সাধারণ' পোস্ট পড়লাম। ধন্যবাদ বেশ একটা বাহানা শেয়ার করার জন্য