নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

এই কথায় কি কবিতা হয়?

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩

এই কথায় কি কবিতা হয়?

বাথরুমে বসে ভাবি, তুমি কি ঘুমাও এখনো?

দাত ব্রাশ করি, ভাবি-

তোমার দাতের খয়রি দাগটা কি এখনো আছে?

এই সব কথায় ভাবনা হয়

ভাবনা গুলো কবিতা হলে, বড় অলংকারী হয়।

অলংকারের আড়ালে ঢাকা পড়ে রয় রুপ।

তুমি,

নিরাভরণেই মনে পড়ো, থাকো মনে-মনে

এই কথায় কি আর কবিতা হয়?

ভালোবাসি না,

ভালোবাসাটাও সংসারী হয় পরিনয়ে

সংসার মানে তো ঘূর্ণি এক

ঘুরতে থাকা, কেবল ঘুরা হাজার প‌্যাঁচে।

প‌্যাঁচে প‌্যাঁচে পঁচে যায় ভালোবাসা।

এই সব ভেবে তোমায় আমি ভালোবাসিনা।

মনের ভিতর সমাজ-ভয় নেই

মনের ভিতর সং সজা নেই।

মনের ভিতর রাজা আমি

তুমি রাণী নও

আমি কুমার রাজা

তুমি প্রিয়া কখনো

কখনো বা নর্তকী বাই।

মনের ভিতর তোমায় আমি

ইচ্ছা মত কেবল সাজাই।

কেউ জানে না,

তুমিও না।

মনের ভিতর তুমি আমার কবিতার খাতা।

২৬-৮-২০১৪, ঢাকা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.