![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
দেখাও
জন্মান্ধের মত হাতড়ে দেখবো রুপ।
চোখের যে হায় তৃষ্ণা মিটে
আজন্ম বুভুক্ষু আমি
তৃষ্ণার্ত এক।
আকর্ষণে যার অবহেলা নেই
তারে নিয়ে তবে হোক
খেলা তোমার
অসীমের।
২৮/৮/২০১৪, ঢাকা
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯
সুখী মানুষ বলেছেন: কবির কাছেও এই লাইনটাই সুন্দর লেগেছে পাঠক হিসাবে যখন পড়লাম তখন
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩১
অন্ধবিন্দু বলেছেন:
তৃষ্ণায় ঠাই পাওয়া যাচ্ছে না। কবিতা ভালো।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২০
পার্থ তালুকদার বলেছেন: জন্মান্ধের মত হাতড়ে দেখবো রুপ।..... দারুন ।