![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
অধমের সাথে চলি
তোমরা যারে ঘৃণা করো
পাড়ার ছিচকে চোরটা
দেখা হলেই সালাম দিয়ে বলে-
ভাই আপনে ভালা মানুষ
আপনার মত হইতে মন চায়।
নিজেকে শুভ্র, সফেদ মনে হয়
নিজেকে ভালো জেনে, বড় ভালো লাগে।
পাড়ার হুজুরকে সালাম দেই
তিনি বলেন-
আমরা গুনাহগার,
জেনে না জেনে পাপ করেছি কত
চলেন পানাহ চাই।
মনে পড়ে যায়
ভুলে যাওয়া সব পাপের কথাগুলো।
নিজেকে ঘেন্না লাগে।
নিজেকে ভালো জেনে
ভালো হতে চাই।
যতটা ভালো হলে-
যাদের সঙ্গে পাপ করেছি তারাও বলবে-
লোকটা আমার কাছের ছিলো, চলে গেলো!
১৪/৯/১৪, ঢাকা
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
কলমের কালি শেষ বলেছেন: ভাললাগলো কবিতাটি । ধন্যবাদ কবিকে ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৪
আলম দীপ্র বলেছেন: সুন্দর কবিতা কবি ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮
অন্ধবিন্দু বলেছেন:
যাদের সঙ্গে পাপ করেছি তারাও বলবে-
লোকটা আমার কাছের ছিলো, চলে গেলো!
সুন্দর কথা।