![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
শুধু নিজেকে নিয়ে
চলেছো পথিক নিজেকে নিয়ে
পাশে যে ছিলো
কখন যে সে পড়েছে পিছে
রাখোনি খবর, চাওনি ফিরে।
কার প্রতিক্ষার প্রহরে তুমি
দাওনি সাড়া
মনে কি আছে, মনে কি আছে!
কত যে মনের মন রাখোনি
ভেঙ্গেছো অকরুণ আঘাতে
কেউ তাহাদের কোনদিনও
দিবে না অভিযোগ
জানাবেনা বেদনা।
শুধু দিনের শেষে
দেখবে তুমি-
মরনের মত একা
মরনও তোমায় দিবেনা দেখা।
২/১০/১৪, ঢাকা
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা ।
ঈদের আগাম শুভেচ্ছা
৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কবিতায় ভালোলাগা।
+++++