নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সব শিশু আনন্দ আর আগ্রহের কেন্দ্র থাকুক আমাদের

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৬

ছোটবেলায় দেখা এক যাদুকরের কথা বলি।

বাজারে যাওয়ার আমার পার্মিশন ছিলো না। পড়ি ক্লাশ সিক্সে, একটু বড় হয়ে গেছি। তাই একবার সবার চোখ ফাঁকি দিয়ে একা একা বাজারে চলে গেলাম। তখন হাট-দিন বলে একটা বিষয় ছিলো। কুমিল্লায় এইটাকে বলে বাজাইরা দিন। অর্থাৎ সপ্তাহে দুই দিন (সাধারণত রবি ও বৃহস্পতি) বাজাইরা দিন থাকে। দূর দূরান্ত থেকে মানুষজন আসে পণ্য নিয়ে। সাথে বিভিন্ন চটকদার মলম ও ট্যাবলেট বিক্রি করতে আসতো ম্যাজিশিয়ানরা।

একবার এমন এক বাজাইরা দিনে দেখি কলেজ মাঠের কোনায় যাদু দেখানো হচ্ছে। ছোট মনুষ, ভিড় ঠেলে এর ফাঁক, ওর ফাঁক দিয়ে একেবারে সামনে চলে গেলাম। দেখি যাদুকর যাদু দেখাবে। মাইকে বার বার বলছে, যাদু যাদু যাদু... এ্যা.....ই.... যাদু যাদু যাদু।

ভদ্রলোক এ কথা ও কথা বলে, কিন্তু যাদু আর দেখায় না। যাদু দেখার জন্য মানুষের ভির বাড়তেই থাকলো। অপেক্ষার প্রহর আর শেষ হয় না। মানুষ যখন ধৈর্য হারা হয়ে যাচ্ছে তখন সে তার ডান হাত বের করলো। ডান হাত খুব সাবধানে সামনে নিলো। সবাই টান টান উত্তেজনা নিয়ে শ্বাস বন্ধ করে অপেক্ষা করছি কী হয়, কী হয়...। তিনি ডান হাতটা সোজা করে হাতের তালুটা উপরের দিকে করে ধরলেন। এর পর যাদু যাদু যাদু... বলে ধীরে ধীরে হাতটা ঘুরিয়ে হাতের তালুটা উল্টা করলেন, ব্যাস যাদু শেষ। এর পর হাসি দিয়ে বল্লেন - এইটাও ভাই জান যাদু, এই যাদু উপরওয়ালার কেরামতি। এরপর শুরু করলেন ঔষধ বিক্রি করা, বড়দের ঔষধ।
-০-

আমার ছেলে, নাম - প্রিয়, বয়স - ৫ মাস ২২ দিন।
ছেলেটা মনে হয় ম্যাজিশিয়ানই হবে। এখন পর্যন্ত আমার ধারনা তাই।
অবশ্য মা বাপের ধারনার সাথে বাচ্চার ভবিষ্যতের কোন মিল থাকেনা। উদাহরন দেই, এক ভদ্রলোক খেয়ার করে দেখলেন, তার ছেলে হাতের কাছে যা পায় তাতেই তাল তুলে - তা ধিন্ ধিন্না টাইপ তাল। ভাবলেন ছেলে বড় হয়ে বিখ্যাত তবলা বাদক হবে। ছেলে বড় হয়ে বাসের হেল্পার হয়েছে।

প্রিয় কি হবে না হবে তা নিয়ে আমার কোন চাপিয়ে দেওয়া এক্সপেক্টেশন নাই। ও বাসের হেল্পার হবে? হোক। ও খেলোয়ার হবে? হোক। অবশ্য যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হইতে চায়! চটকানা দিয়া দাত সব কয়টা ফেলে দিবো। আমার প্রিয়কে বাঘে তাড়া করছে, ভাবতেই আমি হার্ট আ্যাটাক করে নাই হয়ে যাবো। রিস্কলেস কোন একটা প্রফেশানে ও সুখে থাকুক, এইটাই কামনা।

তো বল্লাম যে প্রিয় ম্যাজিশিয়ান হবে এরও একটা কারন আছে। বেশীরভাগ বাচ্চা ঘুম থেকে উঠে আ্যাঁ... বা ট্যা..এ এ করে চিল্লায়। আর প্রিয় ঘুম থেকে উঠে সামনে যে থাকবে তার দিকে তাকায়ে মিষ্টি করে একটা হাসি দেয়। এর পর ডান হাতটা আস্তে করে উচা করে ধরে। তার পর হাতের কব্জিটা এদিক সেদিক ঘুরায় আর বিষ্ময়ে তাকিয়ে থাকে। ভাবটা এমন, আরে! হাতটা ইচ্ছা করলেই ঘুরাতে পারছি!

ঐদিন ওকে ১,২,৩ গুনতে শিখালাম আঙ্গুল মেলে মেলে। এরপর সব কয়টা আঙ্গুল একত্রে ঘুর্ণি দিয়ে মেলে, খুলে দেখালাম। এই খেলাটা ওর কাছে বেশ মজা লেগেছে। এখন ঘুম থেকে ওঠেই হাতের আঙ্গুলগুলো একসাথে একে একে খুলবে, একে একে বন্ধ করবে। আবার সব কয়টা আঙ্গুল ঘুর্ণির মত খুলবে, ঘুর্ণির মত বন্ধ করবে। আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে।

অবশ্য প্রত্যেকটা বাচ্চাই বাই বর্ণ ম্যাজিশিয়ান। সংসারে ম্যাজিক কাঠির ছোঁয়া দিয়েও এতটা সুখ হয়ত দেওয়া সম্ভব না। যতটা সুখ একটা বাচ্চা সংসারে নিয়ে আসে।

লিংক এ একটা ভিডিও দিলাম। বোন যখন জানতে পারলো, তার ছোট ভাইটাও একদিন বড় হয়ে যাবে তখন তার সে কি কান্না! সে কিছুতেই মেনে নিতে পারছেনা তার আদরের ছোট ভাইটিও বড় হয়ে যাবে এক দিন।
https://www.youtube.com/watch?v=84DLT4yRcy4
-০-
সব শিশু আনন্দ আর আগ্রহের কেন্দ্র থাকুক আমাদের।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

২| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ম্যজিশিয়ান বেবিকে শূভেচ্ছা ;)

+++

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩১

ডরোথী সুমী বলেছেন: সমস্ত সুখের কেন্দ্রবিন্দু আমাদের বাচ্চারা। ওদের ছোট ছোট বিষয় নিয়ে শুনতে ভীষণ ভাল লাগে। 'প্রিয়'র জন্য শুভ কামনা।

৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

মামুন রশিদ বলেছেন: ভালো থাকুক আপনার ম্যাজিশিয়ান বেবি । ভালো থাকুক সব শিশু । আনন্দময় হোক তাদের শৈশব ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩

আমি ইহতিব বলেছেন: বাহ্‌ ৫ মাসের বাচ্চা অনুকরণ করা শিখে গিয়েছে!!! মাশাআল্লাহ।

আপনার ছেলেতো আল্লাহর রহমতে ভালোই জিনিয়াস ভাইয়া। আরো জিনিয়াস হোক ও সুস্থ সবল ভাবে ভালো মানুষ হিসেবে বেড়ে উঠুক, সবার প্রিয় হোক প্রিয় এই দোয়া করি।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো। বাবুর জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.