নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সম্মান জানাইতে ব্যস্ত আছি।

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

হাতি টাইপ মেয়েটার প্রেমে পড়লো এক স্মার্ট সহপাঠী।
বন্ধুদের সাথে নিজেও সে এদ্দিন মেয়েটাকে WE ডাকতো। WE মানে ওয়াটার এলিফেন্ট। ভেঙ্গে, ভেঙ্গে বাংলা করলে দাড়ায়, জল-হস্তি। হিপোপটেমাস ডাকলে তো মাইন্ড করতে পারে। তাই বুদ্ধি করে উই ডাকা। মেয়েটাও খুশি, তাকে আদর করে বন্ধুরা নতুন নাম দিয়েছে।

হঠাৎ একদিন আবিষ্কার হলো বন্ধুদের মধ্যে একজন এই জল-হস্তির প্রেমে পড়েছে। অন্য বন্ধুরা ছাই দিয়ে চেড়ে ধরার পর সে স্বীকার করলো, ইয়েস হি ইজ বেডলি, সেডলি ইন লাভ। সেডলি, কারন সে বলতে পারছে না এখনো।
বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো - দোস্ত, ক্যামনে কী! বান্দা কোন উত্তর দেয় না। মন খারাপ করে নীচের দিকে তাকিয়ে থাকে। আরেকজন প্রশ্ন করলো - দোস্ত, প্রথম কখন বুঝলি যে তুই প্রমে পড়ছস? ছেলেটা সহজ ভাবে উত্তর দিলো - প্রথম যেদিন দেখলাম ওরে উই বলে ডাকতে পারছি না। এমন কি তোরা ইউ ডাকলেও কষ্ট লাগছে, সেদিন।
-০-
আমার লেখাগুলো এখনো WE পর্যায়ের আছে। কেউ যে প্রেমে পড়ছে আমার লেখার তা না। তবে, মনে হচ্ছে মিস করা শুরু করেছে। কিছু দিন না লেখলেই কাছের মানুষজন বলছেন, ভাই নতুন লেখা কই! আশাবাদী মনে, একেই প্রেমের পূর্ব লক্ষণ হিসাবে দেখছে।
-০-
রের মন্ত্রীর বিয়ে হলো। কাছের লোকজন ফোন দিয়েও জিজ্ঞাসা করছেন, ভাই এই টপিকে আপনার লেখা কই! এরই মধ্যে ফেসবুকে ষ্টেটাসের বন্যা বয়ে যাচ্ছে - বিলাই মারতে পারবেন তো? ফিতা কাটতে পারবেন তো? পুরান প্লাগ দিয়া নতুন ইঞ্জিন ষ্টার্ট হইবো তো? ইত্যাদি এবং ইত্যাদি।

ধরেন, একটা ক্ষমতাওয়ালা লোক। যার চোখের ইশারায় মানুষ দুধ সাপ্লাই দিয়া বাড়ী ডুবায়া ফেলবে। সেই লোক যদি নিজে গাভী কিনে খামাড়ী হয়। তো আপনি কি তারে নিয়া মজা করবেন নাকি সম্মান জানাইবেন? আমি সম্মান নিরবে সম্মান জানাচ্ছি। তাই ষ্টেটাস লেখার সময় নাই।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

মদন বলেছেন: ++++++++++++++

২| ০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

গগণজয় বলেছেন: ++++++++++++++ ঠিক কথা

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০১

কলমের কালি শেষ বলেছেন: সেইটাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.