নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

অহংকার করার কিন্তু কোন যুক্তি নাই। উদাহরণ দিয়ে বলি-

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

অহংকার করার কিন্তু কোন যুক্তি নাই। উদাহরণ দিয়ে বলি-



১) ধরেন, আপনি কোন অফিসের আইটিতে চাকরী করেন। কলিগদের, ক্লায়েন্টদের সাপোর্ট দেন, যন্ত্রপাতি দেন। এতে কিন্তু অহংবোধের কিছু নাই। কারন এই জন্যই আপনাকে চাকরীতে রাখা হয়েছে।



অথবা ধরেন এডমিনে চাকরী করেন। গাড়ী দিয়ে পিক-ড্রপ দেওয়া সহ আরো অন্য ফেসিলিটিজগুলো দেখেন। এতেও অহং বোধের কিছু নাই। কারন এই কাজগুলো করেন বলেই আপনার চাকরী আছে। এই কাজগুলো করার জন্যই আপনাকে মাস শেষে বেতন দেওয়া হয়।



২) আচ্ছা ধরেন, চাকরী করেন না। আপনার নিজের কম্পানী আছে। তাহলেতো আপনার বিপদ আরেক মাত্রা বেশী। অ্যাপেলের প্রতিষ্ঠাতা ষ্টিভ-জবসকেই কিন্তু তার কোম্পানীর সবাই ভোট দিয়ে বের করে দিয়েছিলো। পরে তিনি পিক্সার নামক একটি অ্যানিমেশন ষ্টুডিও দেন। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই আবার নিজের প্রতিষ্ঠিত অ্যাপেলে ফেরত আসেন। এবং iPhone, iPad, iPod এর মত জনপ্রিয় প্রোডাক্টগুলো তৈরী করেন।



তো কোম্পানীর মালিক হইলেও কিছু আছে অহংকার করার মত?



৩) মানলাম, আপনি চাকরীও করেন না, কোম্পানীও চালান না। আপনি জমিদার। আপনার অনেক জমি আছে, বাড়ী আছে। মনে করে দেখুন তো, বছর বছর সরকারকে আপনি টেক্স দেন না? কেন দেন! কারন, জমির মালিক আপনি না। জমির মালিক সরকার। সরকারের কাছ থেকে আপনি শুধু ব্যবহারের পার্মিশান নিয়েছেন। জমি যে আপনার না, এই বিষয়টি বছর বছর মনে করিয়ে দেওয়ার জন্যই সরকার আপনার কাছ থেকে নামমাত্র একটা টেক্স নেন।



আরো ফাঁক ফোকড় খুঁজতেছেন অহংকার করার?

না হয় ধরলাম, আপনার এত কিছু থাক বা না থাক। আপনার ক্ষমতা আছে। আপনার অধীনস্থদের কারনেই তো আপনার ক্ষমতা, নাকি? ডিপার্টমেন্টের হেড হোন আর নেতা হোন। আপনার নীচের একেকটি লোক, একেকটি পিলারের মত। পিলার নাই তো, আপনিও নাই।

-০-

তবে হ্যাঁ, গর্ব করার আপনার সুযোগ আছে। নিজের দায়িত্বটুকু সফলভাবে যদি করতে পারেন তবে গর্ব করে নিজেকে বলতেই পারেন - পেরেছি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২২

জামান শেখ বলেছেন: ভালো কথা মনে থাকবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.