![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
মাঠে নামলেন না, ঘরের চিপায় বসে জানালার ফাঁক দিয়া ঢিল মারলেন। আপনি কি তাহলে বীর?
রাস্তায় নামলেন না, দূর থেকে বসে বসে ডায়লগ ছাড়লেন। আপনি কি নেতা?
জয় বা পরাজয় যা ই হোক, বীর লড়ে ময়দানে।
গ্রেপ্তার হোক আর না হোক, নেতা থাকে রাজপথে।
তবেই নেতার গ্রেপ্তারের পর পাবলিক একে একে রাজপথে নেমে আসে। সরকার বাধ্য হয় নেতাকে ছেড়ে দিতে। আর গ্রেপ্তারের পর যদি জনগণ নেমে না আসে রাজপথে তো বুঝতে হবে, আপনি জনগণের নেতা না। হুদাই বক্তৃতা দিয়েন না, সরেন।
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩১
নিরব বাংলাদেশী বলেছেন: ভাই ১বারের বেশী লাইক দিতে দেয়না তয় মন চাইতাসে ১০০বার দিতে। অসাধারন... যারা মাঠে হুদাই লাফায় আর যারা জানলার ফুককা দিয়া ঢিল দেয় সবগুলারে পিডানির লাইগ্গা লাঠি বানাইতেসি, আপনারটা দিলে দুইটা জোড়া দিয়া আরও মোটা করতাম
০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫০
সুখী মানুষ বলেছেন: আপনার মত মানুষ যেই দেশে আছে এই দেশের কিছু একটা হবেই। আল্লাহ হায়াৎ দিক, দেশটাকে সুন্দর দেখে যেন মরি।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৫
খেলাঘর বলেছেন:
ভাবনাটা বাংলাদেশ স্টাইলের।