![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাথরুমে গিয়ে দেখি ক্ষুদে একটা মাকড়সা। ছোট্ট একটা বাসা করেছে।
সদ্য কর্ম, এখনো কোন মসা-টসা আটকায় নাই। আর মাকড়সাটা এতই ছোট যে, হয়ত এইটাই তার জীবনের প্রথম বুনা বাসা।
পুত্র 'প্রিয়' বেশীর ভাগ সময়ই তার নানা-বাড়ী থাকছে। পুত্রের টানে টানে আমারও সেখানেই যেতে হয়। মাঝে কিছু দিন উত্তরা বাসায় ছিলাম না। তখনই এই সুযোগটা মাকড়সাটা নিয়েছে।
একবার ভাবলাম, বাসাটা ভেঙ্গে দেই। আবার পরক্ষণেই ভাবলাম, আহারে হয়ত জীবনের প্রথম উদ্দোগ মাকড়সাটার। বিফল হয়ে যাবে? থাক, আরো কয়েকদিন বাসাটা থাক। অন্তত মরা একটা মসাও যদি তাতে আটকায় তবু ক্ষুদে এই মাকড়সাটা আত্মবিশ্বাস পাবে। আর আত্মবিশ্বাসটা বড়ই প্রয়োজন জীবনে।
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৭
পড়শী বলেছেন: আপনে ভাইজান সত্যই সুখী মানুষ।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
জাহিদ জুয়েল বলেছেন: বাহ ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৬
সকাল হাসান বলেছেন: ছোট একটি লেখা! কিন্তু অন্তর্নিহিত তাৎপর্যটা মারাত্নক!
ভাল লাগল!