নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

এই দিনে...

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

নুরু ভাই একবার সাহসী এক কাজ করে বসলেন।
রাস্তা থেকে একটা ছেলেকে বাসায় নিয়ে আসলেন। অবশ্য আনার কারনও আছে। ছেলেটার বয়স হবে চার কি পাঁচ। পা কেটে দগদগে ঘা হয়ে আছে। ব্যথায় কাঁদছিলো এয়ারপোর্টের পাশে। নুরু ভাই তাকে বাসায় আনলেন। পাড়ার ইউসুফ ভাইকে দিয়ে ড্রেসিং করালেন, ঔষধ খাওয়ানো শুরু করলেন।

আমরা তখন হজ্জক্যাম্পের পাশে প্রেমবাগান নামক একটা জায়গায় থাকি। নুরু ভাই আমাদের সামনের বাসায় ভাড়া থাকেন। ছোট দুই ছেলে আর বউ, এই নিয়ে তার ছোট্ট নিম্নমধ্যবিত্ত সংসার। এলাকায় যার সাথেই দেখা হয়, তিনি বলেন - ভাই এখন আমার তিন সন্তান।

তিনি তিন সন্তান নিয়ে সংসারে সুখেই কাটালেন কয়দিন। ছেলেটার পায়ের ঘা টা ও শুকিয়ে যাওয়া শুরু করলো। কিন্তু এক দিন ঘুম থেকে ওঠে দেখলেন ছেলেটা বাসায় নাই! নুরু ভাইয়ের মাথায় হাত। ঠিকানাবিহীন একটা ছেলে তিনি কুঁড়িয়ে এনেছেন। এখন তিনি কোন ঠিকানায় গিয়ে খুঁজবেন? তিনি অফিসে গেলেন না। ছোট চাকরী ছোট অজুহাতেই চলে যায়। এই ভয় তিনি করলেন না। তিনি তার তিন নম্বর সন্তানকে খোঁজার জন্য রাস্তায় নামলেন।
-০-

আমি আপনি যেভাবে চিন্তা করি, দুনিয়াটা এমন হয়ে যাবে তা ভাবার কোনই কারন নাই। হুট করে আমি, আপনি একটা সিষ্টেম বদলে ফেলতে পারবো না। যারা পথশিশু তারা হুট করে বশ মেনে ঘরে রয়ে যাবে তা কিন্তু না। তো উপায় কি কিছু নাই? আছে, উপায় আছে। শিশুরা যে যেখানে আছে সেখানে তাদেরকে একটু আদর, একটু কেয়ার দিলে ধীরে ধীরে তারা বদলাবে। হয়ত একটা সময় বশ মানবে। হয়ত কোন একটা সময় জুতার কালির গন্ধ শুঁকে নেশাটা সে আর করবে না। হয়ত চলতি ট্রাকের পিছন থেকে মালামাল চুরি করবে না। হযত চোটখাটো ছিচকে চুরি, ছিনতাইগুলো করবেনা।

কোন একদিন আমার আপনার মতই কোন একটা মানুষের কাছে হয়ত তারা আসবে, ভালো ব্যবহার দেখেই আসবে। এসে হয়ত বলবে স্যার একটা দোকানে কাজ নিতে চাই, আপনে একটু কইয়া দিবেন?
-০-
শিশুদের বড় হওয়াটা সুন্দর হোক। এরাই সুন্দর বাংলাদেশ হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

ভরকেন্দ্র বলেছেন: ++++

২| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

 বলেছেন: +++++ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.