নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাস্তব বড় কঠিন

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

ইদানিং সিএসজি'র পিছনে একটা লেখা থাকে

"বাস্তব বড় কঠিন"



ঢাকা শহরে সকালবেলা লেবার মার্কেট বসে। যাদের অভিজ্ঞতা নাই তারা উত্তরার আজমপুর ব্রীজের কাছে গেলেই দেখতে পারবেন। আমি উত্তরাবাসী তাই ঢাকা শহরের অন্য কোথায় এই মার্কেট বসে তার ধারণা কম।



কন্সট্রাকশান কাজ বা অন্য কোন কাজে যাদের লেবার প্রয়োজন হয় তারা সকালবেলা গিয়ে পছন্দ মত লোক বাছাই করে নিয়ে আসেন। লেবারদের মধ্যে যুবকেরা কনফিডেন্স নিয়ে বসে থাকে। আর বৃদ্ধরা শ্বাসটাকে বুকের ভিতর টেনে নিয়ে আটকে ধরে থাকে। তারা টার্মিনেটর হিরু সোয়ার্জনেগারের সাথে পরিচিত না। তবু চেষ্টা করে বুক ফুলিয়ে ঐরকম বডি বিল্ডার একটা ভাব আনার জন্য।



যার লেবার দরকার সে গিয়ে দাড়ানোর সাথে সাথে বৃদ্ধদের চোখ চকচক করে উঠে। কিন্তু যিনি লেবার নিবেন তিনি বড়ই বাস্তববাদী। তিনি আঙ্গুল উঁচিয়ে নাড়িয়ে নাড়ীয়ে বলেন - তুই উঠ, তুই, আপনি, আপনি, তুই। তুই, আপনি, তুমিতেও যার কোন সমস্যা নাই সেই বৃদ্ধ লোকটা প্রচন্ড আশান নিয়ে তাকিয়ে থাকেন। তার কল্পনায় হয়ত থাকে সন্ধার সময় কিছু টাকা, ফেরার পথে দুই কেজি চাউল, কিছু শব্জি..। বৃদ্ধ বয়সে সার দিন কী কী খাটুনি করে এই টাকা পাবেন তা বিষয় না।



তবু প্রায় দিনই সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। তিনি এবং তার মতই কিছু বৃদ্ধ বসে থাকেন। একটা সময় হয়ত নিরাশ হয়ে বাড়ী ফিরেন। তখন নিজের যে বয়স হয়েছে তা টের পান। ক্লান্ত শরীরটা আর চলতে চায় না। বাস্তব বড় কঠিন, বড়ই কঠিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

আহলান বলেছেন: বাস্তবতা বড় কঠিন ... ... বড় হৃদয়বিদারক ... ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.