![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
নাগা (কামরাঙ্গা) মরিচের একটা আচার কিনছিলাম বাসায়, প্রাণ এর।
ওরি বাপ রে বাপ, ঝাল কি ঝাল! দূর্দান্ত ঝাঁঝালো ঝাল।
আচার টা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।
রিফিল করার একটা দারুন বুদ্ধি আসছে মাথায়। ভাবতেছি গিন্নি যখন খেপে যায় তখন তার মুখের সামনে আচারের বোতলটা ধরবো। বোতলটা তো ভরে যাওয়ার কথা। শুধু সামনে প্রিয় না থাকলেই হয়। ৮ মাসের এই পুত্র আমার কী যে বুঝে! ওর মা'র অগ্নিমূর্তির মৌখিক গোলাবর্ষণের সময় ব্যটা খালি খিক খিক কইরা হাসে! ওফ...অসহ্য।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫
দর্পণ বলেছেন: হাহা
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭
নিলু বলেছেন: ভালই তো