নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

পার্সোনাল কথা: পুত্র প্রিয় আর তার বাপের...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

বাসার নীচ থেকে ফোন দিলাম বউরে
- শুনো, তুমি কই?
বউ উত্তর দিলেন না। বুঝলাম বাসায় ছাড়া আর কোথাও তো তার থাকার কথা না। প্রিয়'র যন্ত্রনা যত বাড়ছে, প্রিয়'র মার ধৈর্য ততই কমছে। ফালতু কথার উত্তর দেওয়ার ধৈর্য তার একেবারেইশেষ হয়ে গেছে অলরেডি।

বল্লাম
- আমি বাসার নীচে
তিনি শীতল কণ্ঠে উত্তর দিলেন
- তো আমি কী করবো?
আসলেইতো তিনি করবেন টা কী! এবার মূল কথাটা বল্লাম
- প্রিয়কে নিয়ে তুমি একটা রুমে গিয়ে দড়জা বন্ধ করে থাকো একটু প্লিজ।

আমার ১০ মাস ৫ দিন বয়সের পুত্র নাটকীয়তা বুঝে না। সো, এর কারনও গিন্নি খোঁজে পেলেন না। অতএব বুঝলাম, ফালতু কথা আরেকটা বলে ফেলছি। যোগ করলাম
- আরে অফিস থেকে বের হওয়ার সময় হিসি করে বের হই নাই। এখন বাসায় ঢুকার সাথে সাথেতো প্রিয় কোলে ঝাপায়ে পড়বে। আমার বাথরুমে যাওয়াটা সাড়ে-আর্জেন্ট।

গিন্নি কিছু বল্লেন না, লাইন কেটে দিলেন। বাসায় ঢুকছি আর ভাবছি, যদি প্রিয় আমাকে দেখে ফেলে! ছেলেটারে কোলে নিয়েই বাথরুমে যেতে হবে।

বাসায় ঢুকার পর ল্যাপটপের ব্যাগটা হাত থেকে নামাইতে দুই সেকেন্ড দেরী হইলেও আর রক্ষা থাকে না। দুই চোখ দিয়ে নিমিষের মধ্যেই গড় গড় করে পানি পড়তে থাকে। আর ঠোঁটে যে কয়টা বাঁক ধরে তা মনে হয় নদীর কিনারায়ও থাকে না। এমনই প্রবল প্রিয়র ভালোবাসা তার বাপের প্রতি।
-০-
প্রবল ভালোবাসাগুলো এমন ভাবেই যুক্তিহীন হয়। পরিবেশ, পরিস্থিতি কিছুই বুঝে না। তাই এই পাগলা ভালোবাসা থেকে একটু দূরে যেতে অনেক কাহিনী করতে হয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১

ঢাকাবাসী বলেছেন: এসব ভালবাসা স্বর্গীয়।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

কাবিল বলেছেন: পৃথিবীর সব ভালবাসার উর্ধে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: সত্যিই এই ভালবাসার কোন ব্যাখ্যা হয়না...স্পর্শেই অনুভব করা যায় ভালবাসার সবটুকু...আপনার দুরন্ত পাগলাটে ছেলেটির জন্য অনেক অনেক আদর ও দোয়া রইলো... B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.