![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
তিন কাপ কফি রেডি। আমি আর ভাগ্নি খাচ্ছি। বউ খাচ্ছেন না।
জিজ্ঞাসা করলাম
- কফি খাচ্ছো না কেন?
তিনি উত্তর দিলেন না। আমার কফি খাওয়া প্রায় শেষ। বল্লাম
- কফি তো ঠান্ডা হয়ে গেলো, খাচ্ছো না কেন?
অনেক পিরাপিরির পর তিনি বল্লেন - সকাল বেলা তিনি কফি বানিয়েছেন। প্রিয় ঘুমাচ্ছিলো দোলনায়। হঠাৎ খেয়াল করে দেখেন, প্রিয়র ঘুম ভেঙ্গেছে। টালমাটাল দোলনায় সে টলমল ভাবে দাড়ানোর চেষ্টা করছে।
যদি পড়ে যায় এই টেনশানে সে কফির মগ ছুড়ে ফেলে প্রিয়কে ধরেছে। প্রিয়'র উপর কফি পড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা ছিলো।
তাই তিন সিদ্ধান্ত নিয়েছে প্রিয় যদ্দিন বড় না হবে, তিনি গরম কিছু খাবেন না।
(আহারে মা হওয়া কি মুখের কথা!)
মা'র কথা খুব মনে পড়ে। প্রিয়'র মায়ের ভালোবাসা দেখি, আর আমার মায়ের জন্য ভিতরটা হুহু করে উঠে। মরা মা টাকে আর একবার দেখা যায় না? একটাবার কাছে গিয়ে জড়ায়ে ধরা যায় না? শক্ত করে ধরে মা বলে ডাকা যায় না? কেন যায় না?
মা গো মা ও মা।
২| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯
আশালিনা আকীফাহ্ বলেছেন: :'(
৩| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: তাই তিনি সিদ্ধান্ত নিয়েছে প্রিয় যদ্দিন বড় না হবে, তিনি গরম কিছু খাবেন না।+++++++
৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৩
মনিরা সুলতানা বলেছেন: মায়েদের জন্য এটা খুব সোজা জানেন ।।
এক্টিবাএর জন্য অনুশোচনা আসে না বা মনে হয় না ইশ যদি পেতাম ।
এই হচ্ছে মা ...
৫| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৩
এ কে এম রেজাউল করিম বলেছেন:
মা গো মা ও মা।
৬| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫০
অামি অামার কে বলেছেন: এটা সোজা কাজ না, তবে মায়েরা এটা করতে পারে। মেয়েরা যেমন সবচেয়ে কোমল, আবার সে চরম নিষ্ঠুর হোয়ার ক্ষমতা নিয়ে জন্মায়। একজন মা যে তার সন্তানের জন্য কি করতে পারে তা ব্যাক্ষা করার দরকার নেই-এটা সবাই জানে। তাই আমিও লেখকের সাথে বলি মা গো মা ওগো মা। @মনিরা সুলতানা
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: মা গো মা
ও মা।