| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
চিটাগাং যাবো। গিন্নি বল্লেন
- বাসে উঠবা কোত্থেকে?
আমি খুব কনফিডেন্স নিয়ে বল্লাম
- বউ, বাসার সামনে থেকেই উঠবো।
গিন্নি একটা সেকেন্ডও অপেক্ষা করলেন না। বল্লেন
- যে বাসে যাবা, এইটাতো মাঝপথে থামবে না?
আমি মুদু হাসলাম। বল্লাম
- কার সাথে যাচ্ছি বলো তো?
গিন্নি বল্লেন
- কেন শিহাব সুমন ভাইয়ের সাথে!
আমি বল্লাম
- শুনো, তুমি শিহাব ভাইরে চিনো না? যদি প্লেইনেও যাইতাম। দরকার হইলে উনি প্লেনের জানালা দিয়া আমার বাসার সামনে রশি ফালাতেন। এমন কনভিন্সিং পাওয়ার উনার।
গিন্নি কিছু বল্লেন না।
বাস ছাড়ার দশ মিনিট আগে শিহাব ভাই ফোন দিলেন।
- দাদা, বাস তো মাঝপথে থামাবে না। একটু কষ্ট করে আরামবাগে চলে আসবেন?
আমি তাড়াহুড়া করে ব্যাগ কাঁথে নিয়ে দিলাম দে দৌড়...।
গিন্নি এবার কিছু বল্লেন না, শুধু মৃদু হাসলেন!
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: গিন্নীর কথাই হইলো