নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়র প্রথম বৃষ্টি দেখা ও ধরা...

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৯

গতদিন প্রিয় তার জীবনের প্রথম বৃষ্টি দেখলো।
সে কি আনন্দ! শরীর দুলায়ে খিক খিক করে হাসি। বারান্দায় তাকে নিয়ে দাঁড়িয়েছি। তাকে শিখিয়ে দেয়া হয় নাই। নিজে নিজেই হাত বাড়ায়ে বৃষ্টি ধরছে।

আনন্দ একা একা ভোগ করার বিষয় না। সে একটু পর পর আমার মুখের দিকে তাকাচ্ছে। এরপর আবার বিপুল উদ্দমে গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়ায়ে বৃষ্টি ধরছে। আহারে আনন্দ! আহা আনন্দ। সে বাপকে দেখিয়ে দেখিয়ে আনন্দটা নিচ্ছে।

প্রিয়'র ছোট্ট হাতটাতে বৃষ্টির ফোঁটা কমই পড়ছে। বেশী পানি পড়ছে তার শরীরে। বৃষ্টির ছাটের পানি। আমি বাধা দিলাম না। ধরুক, বৃষ্টি হাত বাড়ায়ে ধরুক। বেহেস্তের যে কয়টা সিম্বল দুনিয়াতে আছে তার প্রথমটা হলো কাঁচামরিচ আর টাকি মাছের ভর্তা। দ্বিতীয়টা হলো, বৃষ্টি। আর তৃতীয়টা হলো চাঁদের আলো।

প্রিয়কেতো আর কাঁচামরিচের ভর্তা খাইতে দিতে পারি না। তাই ভাবলাম, ধর বেটা বৃষ্টিই ধর। বেহেস্তি জিনিস, না ধরে থাকা যায়না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.