নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়'র চাচাদের কথা...

০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১


প্রিয় তার চাচাদের কাছে আদরের হয়ে উঠছে।
বিষয়টা বুঝতেছিনা-
কারন, প্রিয় এমন এমন চাচাদের কাছ থেকে গিফ্ট পাচ্ছে। যারা প্রিয়কে শুধু ফেসবুকেই দেখেছেন। বা প্রিয় সম্পর্কে ফেসবুকে আমার লেখা পড়েই জেনেছেন।

সফিক ভাই, যার সাথে পরিচয় আমার অনলাইস শপিং এর মাধ্যমেই। অনলাইনে পণ্যের অর্ডার দিলাম। ভদ্রলোক আসলেন, কথায় কথায় কখন যেন বন্ধু হয়ে গেলেন। সাথে হয়ে গেলেন প্রিয়'র চাচা।

আমি বাবা বলেই এতদিন মনে হতো, ছেলেটা আমার খুব সুন্দর করে হাসে। আবার মনে হতো, গিন্নিতো বছরে দুই একবার ভুলে হাসি দেয়। তখন তাকে দেখতে পৃথিবীর সেইসব রাজকন্যাদের মত লাগে। যাদের কথা জীবননান্দ বলে গেছেন। ভাবতাম, প্রিয় মনে হয় এই অপরূপ হাসিটা তার মায়ের কাছ থেকে পেয়েছে।

আজ মনে হচ্ছে, নাহ আমার ভাবনাটা ঠিকই আছে। প্রিয়'র চাচারা প্রিয়র সুন্দর হাসিমাখা ছবি ফেসবুকে দেখেই তার জন্য গিফ্ট নিয়ে আসেন।

প্রিয়'র সব চাচাদেরকে প্রিয়'র তরফ থেকে একটা এ...ই...ই। কারন, প্রিয় শুধু এই... ই বলতে পারে।

(কোন একটা অদ্ভুৎ কারনে মনে হচ্ছে-
প্রিয়'র বাবার প্রিয় সম্পর্কে লেখালেখিরও একটা ভূমিকা এতে থাকতে পারে। :) )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.