![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
তিনি আমার দিকে তাকিয়ে মুখটা কিছুটা বিকৃত করে বল্লেন
- এমনিতেই তোমার চেহারা ভালো না। এখনতো আরো বিশ্রী লাকছে!
কত আর বয়স তখন? ষোলো কি সতেরো। মনটা খুব খারাপ হয়ে গেলো।
পরে অবশ্য তিনি হাসলেন। হেসে বল্লেন
- মজা করে একটা পরীক্ষা করলাম। চেহারা নিয়া কাউরে নেগেটিভ কিছু বল্লে মন খারাপ হয়। তুমিতো অনেক সুন্দর ছেলে, স্মার্ট ছেলে।
তিনি আরো কী কী পরীক্ষা করলেন জানিনা। কারন কান দিয়ে আর কোন কথা ঢুকছিলোনা। এই বয়সটাতে বুঝে গেছি, আমি পুরুষ। পুরুষ মানুষ কাঁদেনা তা বারবার বলতেছিলাম নিজেকে।
-০-
এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো। আমার দিকে তাকিয়েই বল্লেন
- আপনার চোখে কেমন যেন একটা সরলতা আছে। সাধারণত সরলতা আর আত্মবিশ্বাস একসাথে থাকে না। আপনার চোখে দুইটাই আছে।
-০-
গল্প দুইটা এতটুকুই।
প্রথম লোকটাকে আমি আজও অপছন্দ করি। দ্বিতীয় লোকটাকে আমার প্রায়ই মনে পড়ে। বিশেষ করে যখন নিজেকে আত্মবিশ্বাসী ভাবাটা খুব দরকার হয়ে পড়ে তখন।
©somewhere in net ltd.