![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কয়েকজন দেখলাম মাফ, টাফ চেয়ে একাকার!
" নববর্ষের নারী লাঞ্ছনায় আমি পুরুষ হিসাবে লজ্জিত" এই টাইপ কথাবার্তা।
এমন কথা যারা বলেছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমি লজ্জিত না।
কারন, যারা লাঞ্ছনাটা করেছে তারাতো পুরুষ না! তাই আমি পুরুষ হয়ে কেন লজ্জিত হবো? বরং আমি লজ্জিত দেশের প্রশাসনের ভূমিকার জন্য।
নারীকে আঘাত করা, লাঞ্ছনা করা কাপুরুষ, কুপুরুষ, কুমানুষের কাজ। এই কাজ যারা করেছে তাদের কঠিনতম বিচারের অপেক্ষায় রইলাম।
এখন সরকার যদি মনে করেন, যারা লাঞ্ছনা করেছে তারা সরকারের দলের লোক। তাদের বিচার করা মানে দল থেকে লোক কমে যাওয়া। তাহলে বড় দুঃসময়ের মধ্যে আছে জননী বঙ্গভূমি। এ ছাড়া আর বেশী কিছু বলার নাই।
আর সরকার যদি মনে করেন, এদেরকে খোঁজে বের করে শাস্তি দিবে। তাহলে কোন দল-ই করেনা এমন মানুষগুলো অন্তত সরকারের দলে ভীড়বে। যাদের সংখ্যা লাঞ্ছনাকারীদের চাইতে হাজারগুন বেশী!
নূর হোসেন কিন্তু প্রমিনেন্ট কোন ফিগার ছিলো না। অথচ ছোট্ট একটা মেচের কাঠির বারুদের মত এই ঘটনা জ্বলে উঠলো। আর ফলাফলতো আজ সবার জানা। কে জানে, এই ঘটনাটাও আরেকটা এমন মেচের কাঠি কি না সরকারের জন্য!
আমার যুক্তিতে সে-ই পুরুষ
- পৌরষ যাকে বিনয়ী বানায়, বেয়াদব না।
- নারীকে যিনি সম্মান করেন, ভালোবাসেন।
- নারীর সমস্ত যৌক্তিক, অযৌক্তিক অনুরোধ, আদেশ মন দিয়ে শুনেন। এবং যতটা সম্ভব তা করেন।
অতএব বড়ভাইরা, যারা পুরুষ হিসাবে সরি বলা শুরু করছেন। আপনাদের সরি উঠায়ে নেন। আর যার যার জায়গা থেকে চেষ্টা করেন সঠিক বিচারের।
বিষয়টার সঠিক বিচার না হলে -
এই সরকারের আমলে কেউ কোনদিন আর উৎসবে বের হবে না। আর দুঃখজনক কথা হলো, এই সরকারের চেয়ে অন্য কোন সরকার ভালো হবে, এর সম্ভাবনাও নাই। অতএব, সরকারই একমাত্র ভরসা।
জননী জন্মভূমি, অপেক্ষা করো। তোমার ক্ষমতাবান সন্তানেরা দেখো কিছু করেন কি না।
১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সুখী মানুষ বলেছেন: সেদিন আমি কই ছিলাম?
সেদিন আমি সকাল থেকে গভীর রাত পর্যন্ত অফিসে ছিলাম। আমি আমার কাজ করে গেছি। যারযার জায়গায় থেকে তারতার কাজটা করলেই কিন্তু হয়ে যায়।
যারা ক্ষমতায় আছেন, তারাও তাদের প্রশাসনিক কাজটা করলেই অপরাধীরা ধরা পরে।
হয় আপনি আমাকে এটাক করে কথা বলছেন। নাহয় অন্য কোন জায়গার রাগ আমার উপর ঝারছেন।
আপনার নিক নেম বীর সেননী। অথচ আপনিই ভয় পাচ্ছেন, প্রতিবাদ করলে ফুটপাথে না হয় হাসপাতালে যাওয়ার!
আর ভাই আমি তো সুখীমানুষ! আমার কাছে কিভাবে আশা করছেন, রাস্তায় মারামারি করে প্রতিবাদ করার?
আমি আমার জায়গা থেকে বিচারটা চাচ্ছি। আপনিও ইচ্ছা করলে চাইতে পারেন। ষোলো কোটি মানুষ বিচারটা চাইলে, এই ঘটনাও হতে পারে আরেক নূর হোসেনের মত ক্ষমতাধর ইস্যু। কি পারে না?
এখন কি আমাকে সত্যিকারের পুরুষ মনে হচ্ছে?
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: "এই সরকারের আমলে কেউ উৎসবে বের হবেনা" - কথাটার সাথে একমত হতে পারলাম না।
উৎসব এমন এক ব্যাপার, যা চুল ধরে মানুষকে ঘোর থেকে বের করে নিয়ে আসে। টিএসসি তে কেবল বিবস্ত্র কেন, এর চেয়ে ভয়ানক কিছুও যদি হত, তারপরেও মেয়েরা টিএসসি তে যাবেই।
১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সুখী মানুষ বলেছেন: কথা সত্য। আমরা উৎসবপ্রিয় জাতি। কিন্তু এমন কুলাঙ্গাররা কোন জাতের সন্তান? এরা যে পুরুষ না তা তো আমি বলেই দিয়েছি! এরা কোন জাতের কুসন্তান?
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬
বীর সেনানী বলেছেন: ধন্যবাদ জানাই আপনার এই লেখাকে । হ্যা আমরা ভদ্র তবে অতিরিক্ত মাত্রায় ভদ্র যে চোখেঁর সামনে অন্যায় হতে দেখছি কিন্ত প্রতিবাদ করার সাহস পাচ্ছিনা, পাশ কেটে যাচ্ছি । যদি কেউ ভুল বশত প্রতিবাদ করতে গেল তাহলে তো তাকে পাওয়া যাবে ফুটপাতের কোন এক জায়গায় নয়তো মেডিকেলের ফ্লরে । যিনি দেশের প্রধান তিনি যদি বলতে পারেন আমরা ক্ষমতায় আসছি কারও ঘড় পাহারা দেওয়ার জন্য বা নিরাপত্তার জন্য নয় তাহলে আমরা ভদ্রলোকেরা কার ভরসায় বা কার অভয়ে প্রতিবাদ করতে যাবো । মনে করুন প্রশাসন ব্যর্থ। আপনি যদি লজ্জিত না হউন,আপনি যদি সত্যিকার অর্থে পুরুষ বলে দাবি করেন তাহলে সেদিন কোথায় ছিলেন ? আজই বা কি করছেন ?কেনইবা আবার এই কথাগুলো লিখলেন "তোমার ক্ষমতাবান সন্তানেরা দেখো কিছু করেন কি না"।