![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রিয় তার মা'কে ডিঙ্গাতে শিখেছে।
আমি প্রিয়কে আমার পাশে শুইতে দেই না। কারন, আমার ভয় হয়। যদি ঘুমের ঘোরে ওর নাকে মুখে আমার হাত পড়ে! তাই প্রিয় আর আমার মাঝে তার মা শোয়।
এখন ঘুম থেকে উঠার পর প্রিয়'র কাজ হচ্ছে - চোম মুখ ডলতে ডলতে ও তার মাকে ডিঙ্গায়। এপর টুপ করে দুইজনের মাঝে এসে শোয়।
প্রথমে আমর পিঠে খামচি দেয়, ঢোল বাজায়। কিন্তু এতেও যদি আমি নড়াচড়া না করি। কান ধরে টান দেয়। এতেও কাজ না হলে কানে আঙ্গুল দেয়।
মা বাবা হিসাবে এই সুখ আমাদের এই-ই প্রথম।
বাংলাদেশে কোটি কোটি মানুষ। অনেকে এই বিষয়টাকে দেখেন মানব সম্পদ হিসাবে। আর আমি এই মুহূর্তে দেখি - কোটি কোটি মানুষ তো এক সময় কোটি কোটি বাচ্চা ছিলো। এরাতো সবাই এক সময় প্রিয়'র মতই ছিলো তাদের মা বাবার কাছে! এত কোটি কোটি সংসারে এত এত মায়া নিয়ে এসেছিলো সবাই! আহা কি আনন্দ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬
ডরোথী সুমী বলেছেন: প্রিয়'রা সবসময়ই সবার প্রিয়। আরও দুষ্টু হয়ে উঠুক আপনাদের প্রিয়, ডিঙ্গিয়ে যাক সবাইকে। শুভকামনা ওর জন্য।