![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
গিন্নি ফোন দিলো
- এই, তোমার ফেসবুকে তো দেখি নাই? তাইলে কাপড় ছড়াইলো কে?
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। আহারে বেচারী। প্রিয়'র যন্ত্রনায় মাথাটা আউলায়ে গেছে। তাই কোন কথার সাথে কোন কথা মিলাচ্ছে তার আগা মাথা নাই।
বল্লাম
- বউ, ফেসবুকে কী নাই? আর তার সাথে কাপড় কে ছড়াইলো তার মিলটা কোথায়!
গি্ন্নি খুব কনফিডেন্ট নিয়ে বল্লো
- আরে সকাল বেলা বাবু'র কাঁথা, কাপড় এইগুলা ধুইলাম না?
- হা ধুইলা, তাতে কী?
- এইগুলা তো আমি শুকাইতে দেই নাই।
আমি আস্তে আস্তে বল্লাম
- বউ এই গুলা আমি শুকাইতে দিয়ে আসছে। কিন্তু কোন কথার সাথে কোন কথা মিলাচ্ছো?
এবার অপমানটা গিন্নিই করলো। বল্লো
- তুমি কাপড় ছড়াইতে দিয়া যাইবা, আর ফেইসবুকে দিবা না? এইটা হয়?
তোমার ফেসবুকে ঢুকে দেখি তুমি এই নিয়া কিছু লিখো নাই। বাসায় অন্যদের জিজ্ঞাসা করলাম, অন্য কেউই শুকাইতে দেয় নাই। আমার তো হিসাব মিলে না, তাইলে কাপড়গুলা ছড়াইলো কে!
-০-
এত পরিকল্পিত অপমানের কোন মানে হয়!
আমি মাননীয় স্পিকার হয়ে গেলাম
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহাহাহা