![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
গোপনে যে কয়টা কাজ করতে ভালো লাগে। তার মধ্যে আমার বিচারে প্রধান কাজটা হলো, গোপনে অন্যের উপকার করা। আর বিষয়টা যদি এতই গোপন হয় যে, যার উপকার করা হলো, সেও যদি না জানে, তাহলে তার আনন্দ হচ্ছে চরম আনন্দ।
হঠাৎ করেই ঘটনাটা মনে পড়লো। এর আগে কোন দিন বলেছিলাম কি না মনে পড়ছেনা। যাই হোক, বল্লে বলছি। আবারো বলায় ক্ষতি নাই। আনন্দের কথা বারবার বলা যায়।
প্রথমেই দোষ স্বীকার করে নিচ্ছি। যে কথাটা বলছি, তা শুনে হয়ত কেউ কেউ বলতেই পারে, বলেই তো ফেলছেন, আর গোপন থাকলো কই?
আসলে কথাটা বলছি, যেন এই আনন্দ পাবার প্রবনতা আমার বন্ধুদের মধ্যেও প্রবাহিত হয়, এই কারনেই।
যাই হোক, বাসে করে যাচ্ছি। এক গরীব এক মহিলা ভাড়া দিবে। তার আঁচলের গিট খুললো। গিটের ভিতর নিতান্তই কম টাকা। দুইটা টাকা হাতে রেখে বাকী টাকাটা দিলো কন্ডাকটারকে। কন্ডাকটার বড়ই কড়।
- এইটা কী দিলেন?
মহিলা তাকায়ে আছে ফেলফেল করে। আমি কন্ডাকটারকে ইশারা করছি। ব্যাটা বুঝতেছেনা। সে ভাড়া কেটে তবেই পিছনে আসবে। আমি আবার ইশারা দিলাম। এবারে কাজ হলো। সে আসার সময় মহিলার দেয়া টাকাটা ফেরত দিয়ে আসলো। ভাবটা এমন, বাকী টাকা হাতে নেন, টাকা মিলমত না হলে ভাড়া নিবো না।
আমি ভাড়াটা দিয়ে দিলাম। কাজ শেষ। আহা শান্তি
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪
আহমেদ আলিফ বলেছেন: আপনাকে স্বাগত জানাই.....