![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাংলা ওয়াসের পর খোশ মেজাজে ষ্টেটাস লেখতে বসলাম।
কী লেখবো পরিষ্কার। শুরুটা কিভাবে ইন্টারেষ্টিং করবো, শেষটা কিভাবে কোট করার মত সুন্দর করবো। সব কিছুই মাথায় এসে গেলো। ষ্ট্যাটাসটা লেখলামও ফটাফট।
প্রিয়রে কোলে নিয়ে তার মা খুব শীলত গলায় বল্লো
- কী করো?
শুধু যে বল্লো তাই না। সাথে সাথে ঘাড়টাও উচা করে দেখার চেষ্টা করলো। ফটাফট আমি Alt + F4 প্রেস করে সব বন্ধ করে দিলাম। তিনি ভ্রু কুঁচকে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। পরে বল্লেন
- মূর্খ বউ বিয়া করছো তুমি?
নহ মূর্খ বউ বিয়া করি নাই। তবে এইটা বুঝলাম, মূর্খ বউ বিয়া করলে টুকটাক ফাঁকি দেওয়া যায়। (অবিবাহিতদের জন্য একটা টিপস হয়ে গেলো)
মুছে যাওয়া ষ্ট্যাটাস আর লেখতে ইচ্ছা করলো না। মন খারাপ করে বসে আছি। গিন্নি হুংকার দিলো
- (টিই....ট)
আমি মনে মনে কানের মধ্যে তালা লাগাইলাম। গিন্নির কাছে গিয়ে বল্লাম
- চাক ভাংগা মধু'র পুরাটাই কি তোমার মুখে দিয়া দিসিলো জন্মের পরপর? হা করলেই তো মুখ দিয়া খালি মধু বাইর হয়।
যা থাকুক কপালে।
মন এখন ডুব দিয়েছে বাংলা ওয়াসের আনন্দে। বউয়ের কথা কান দিয়ে যাচ্ছে না। খালি কল্পনা করতেছি, পাকিরা দাত মাইজা আসে নাই। টয়লেটের হারপিক আর চিৎরানো ব্রাস দিয়া এদের দাত পরিষ্কার করা হচ্ছে। যা ধুইয়া যা। আবার যখন দাতে ময়লা হইবো, বাংলা ওয়াসের জন্য চইলা আসিস। তখনো তোরা ফকিন্নিদের প্লেন ভাড়াটা আমরা জমিদাররাই দিবো।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: চমৎকার