![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রথম বার যখন বিদেশ যাই। ফেরার পথে কার জন্য কী কী নিতে হবে এই চিন্তায় একাকার। যেখানেই যাই, সামনে যা ভালো লাগে কিনে ফেলি। হয়ত চাবির রিং দেখলাম। কিনে ফেল্লাম কয়েকটা চাবির রিং। হয়ত সুন্দর একটা চাদর দেখলাম, কিনে ফেল্লাম কয়েকটা।
পকেটের সমস্ত ডলার শেষ হয়ে গেলো। বিপদের উপর বিপদ হলো, গিফ্টগুলো লাগেজে জায়গা হচ্ছে না। এয়ারপোর্টে যাবার ট্যাক্সি ভাড়াটা আগেই আলাদা করা ছিলো। আর দুপুরের খাবার টাকা। এয়ারপোর্টে আসলাম বাসে করে। আর দুপুরে থাকলাম না খেয়ে। এই টাকা দিয়ে ব্যাগ কেনা হলো।
দেশে ফিরে তিক্ত অভিজ্ঞতা। বিষয়টা এমন
- বিদেশ থেইক্কা আনছে, তাও একটা চাদর। এইসবতো দেশেই পাওয়া যায়!
তাই ঘনিষ্টজনদেরকে সুভিনিয়র টাইপ গিফ্টগুলো দেওয়া থেকে বিরত থাকলাম।
-০-
বিদেশ থেকে কেউ দেশে আসলে তাই তার কাছে গিফ্ট, সুভিনিয়র, চকলেট ইত্যাদি আশা করিনা। একজন ভালো মানুষের অনেক বন্ধু থাকে। একা সে কয়জনের জন্য গিফ্ট আনবে! তবে হ্যাঁ, খুব কাছের কেউ হলে তার কাছে একটা জিনিস আশা করি। সে যেন বিদেশ ঘুরে এসে অন্তত এই কথাটা বলে
- দূরে গিয়ে বুঝলাম কতটা কাছের মানুষ আপনি/তুমি/তুই! মিস্ড ইউ সু মাচ।
১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৪৪
সুখী মানুষ বলেছেন: ভাই আপনি মনে রাখছেন?
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ সকাল ৭:৪০
কলাবাগান১ বলেছেন: ভাল লিখেছেন
আজকে বাচ্চার কাঁথা কে শুকাতে দিল?