![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ডাক্তার বান্ধবীরে ফোন দিলাম
- শোন আমিতো দেশের বাড়ী আসছি। তোমার চেম্বারের কাছে আছি। তুমি কই?
- এইতো রওয়ানা দিচ্ছি। এসে তোমাকে ফোন দিচ্ছি।
তিনি আর ফোন দিলেন না। একবার ভাবলাম, কোন বিপদ না তো! পরে মন বল্লো, নাহরে পাগলা বিপদ না। তোরে এভয়েড করতে চায়!
আরেক ডাক্তার বন্ধু ফোন দিলো
- কই আপনি?
- এইতো কুমিল্লা শহরে।
এরপর তাঁর বাসায় যেতে হলো। একা না, দলবল সহ। আসিফের রেস্তোরা থেকে খাওয়া আসলো। বাসায় হরেক পদ তৈরী হলো। বাস ষ্টেন্ড পর্যন্ত এগিয় দিলেন। এবং...
এসি বাসের টিকিটটাও কেটে দিলেন। কাউন্টারের ছেলেটাকে বল্লাম
- ব্যাটা ডাক্তার মানুষ তিনি। একেতো ভিজিট রাখেননা। এর উপর উল্টা টিকিটের টাকা দিচ্ছে। শিগ্গির ফেরত দে!
কিন্তু কাজ হইলো না।
প্রথম ডাক্তার বন্ধু এবং কাউন্টারের ছেলেটাকে নাখোশ।
দ্বিতীয় ডাক্তার বন্ধুকে হ্যাঁখোশ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৫ রাত ১০:৫৩
বটের ফল বলেছেন: এভাবেই চেনা যায় বন্ধুকে, বন্ধুত্বকে। টিকে থাক সকল বন্ধুত্ব। ভালো থাকুন অনেক বেশি।