নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

"এ্যাই..." আতঙ্ক

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:২২

আমি এখন যেই আতঙ্কে ভুগতেছি তার নাম "এ্যাই..." আতঙ্ক।

সারাদিন অফিস করে বাসায় যাই। শরীরটা একেবারে ছেড়ে দেয়। মন চায়, বাসায় গিয়ে টানা দিয়ে একটু শুই। দড়জার সামনেই দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা হেসে প্রিয় দাড়ায়ে থাকে। বাবাকে দেখে সে দুই হাত পা শূন্যে ছুড়তে থাকে।
- প্রিয়কে কোলে নেই। সে ঈশারা দিয়ে বারবার বলে, ও ও ও...। তারমানে তাকে বাইরে নিয়ে যেতে হবে। তার মন অন্য দিকে নেই।
- প্রিয় কোল থেকেই আবার বলবে ও ও ও...। তারমনে বলটা তার হাতে দিতে হবে। প্রিয়কে কোলে নিয়ে বাঁকা হয়ে ফ্লোর থেকে বলটা নেই। প্রিয়র হাতে দেওয়ার সাথে সাথেই সে ফেলে দিবে। আবার বলবে ও ও ও...

এইভাবে মিনিট দশেক যায়। এর মধ্য দিয়েই কাপর ছাড়তে হয়। প্রিয়কে ওর মায়ের কাছে দিয়ে হয়ত বাথরুমে গেলাম। বাথরুম থেকেই শুনি
- "এ্যাই..."
- হ্যাঁ বলো, আমি বাথরুমে
- একটু বাবুরে নাও তো...

নিলাম বাবুরে কোলে। আবার প্রিয়রে কোলে নিয়ে বল ফ্লোর থেকে তুলে দেওয়া। আবার ফেলে দেওয়া, আবার তুলে দেওয়া....। অবশ্য এই ফাঁকে প্রিয়'র মা যে বসে থাকে তা না। হয়ত বাবু'র খাওয়া রেডি করছে। নয়ত ওর কাঁথা ধুচ্ছে...। যেই একটু সুযোগ পেয়ে প্রিয়কে ওর মায়ের কাছে দিয়ে ভাবি একটু রেষ্ট নেই। আবার ডাক পড়ে
- "এ্যাই..."
- হ্যাঁ বলো
- বাবুরে একটু ওর গাড়ীতে শুয়ায়ে রিমোট দিয়ে গাড়ীটা সামনে পিছে নাও তো।

নিলাম সামনে পিছে। একটু পর আবার তার এই আরাম ভালো লাগে না। হয়ত নিলাম কোলে। আবার হয়ত তার মায়ের কাছে দিয়ে একটু রেষ্ট নিতে গেলাম। আবার
- "এ্যাই..."
- হ্যাঁ বলো
- বাবুরে একটু ট্রলিতে শুয়ায়ে ঘুরাও তো। ওরে খাওয়াবো...

আবার শুরু করলাম এই রুম থেকে সেই রুমে প্রিয়র ট্রলি ঠেলা। এতক্ষণে রাত প্রায় বারোটা। শরীর ভেঙ্গে পড়তে চায়। আবার সকাল সাতটায় উঠতে হবে, অফিস আছে। বলি
- বাবুরে একটু রাখো তো
অমনি শুরু হয় হুঙ্কার
- পাঁচটা মিনিট রাখতে পারো না! আর সারা দিন যে আমি রাখি!

এক টানা চার পাঁচ ঘন্টার সময় দেওয়া তখন গোল্লায় যায়। পাঁচ মিনিটও প্রিয়কে না সামলাতে পারার অপরাধের বোঝা নিয়ে শুইতে যাই। সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙ্গেই আবার শুরু হয়
- এ্যাই... রাতে তো মশারিটাও টানায়ে শুও নাই। রাতে বাবু যে এতবার কান্না করলো, একটাবারতো ফিরাও চাও নাই। বাবু যে....।

কথা শুনছি কি না সিওর হওয়ার জন্য আবার ডাকে
- এ্যাই.. শুনতেছো এ্যাই...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:২০

ভিটামিন সি বলেছেন: এ্যাই, তুমি এতা পঁচা কেন?
এ্যাই, তুমি ঘরের খবর পরের কাছে বললা কেন?
এ্যাই, তুমি কি আমাদের সব কথাই এভাবে প্রকাশ করে দা্ও?
এ্যাই, তুমি আজকে অফিস থেকে ফিরে আসো, আজকে হবে একচোট। তোমার ৫ মিনিট কি আমার যে কয় ঘন্টা লাগে।
এ্যাই, তুমি কি আমার কথা শুনছো? হা হা হা হা হা ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.