নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ফাইন্ড এ ওয়ে টু ম্যানেজ দ্যা সিচুয়েশন

০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৩১

শুভেচ্ছাতে মেডিকেল কোচিং করি।
টিচারদেরকে ভাইয়া ডাকি। একদিন ক্লাশ শেষে ভাইয়াটা সুন্দর করে একটা হাসি দিলেন। বল্লেন
- একটা উপদেশ দেই।
এই কথা বলেই তিনি মিডেল ফিঙ্গার দেখাইলেন। আমরা সবাই অবাক হয়ে "থ" হয়ে গেলাম। তারপর তিনি বল্লেন
- ধরো এমন একটা সিচুয়েশানে পড়লা। মিজাজ গরম করে আঙ্গুল দেখাইলা। যারে আঙ্গুল দেখাইলা সে তো আর বসে থাকবে না। সে তোমার আঙ্গুল ঘচাং করে কেটে দিবে।

ঘচাং শব্দটা বলার সময় অন্য হাতটাকে কাঁচির মত করে অভিনয় করলেন। বেশ ইন্টারেষ্টিং প্রেজেন্টেশন। এরপর মুচকি হাসি দিয়ে বল্লেন
- এরপর তুমি উল্টা ভদ্রলোকের হাত কেটে দিলা।
এই কথা বলে তিনি কিছুক্ষণ থামলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বল্লেন
- লাভ কী? তোমার আঙ্গুলতো আর ফেরত আসতেছেনা। একটা মানুষের হাত কাটা যাক আর গলা কাটা যাক। তোমার কিন্তু কোন লাভ নাই। কিন্তু তোমার যে একটা আঙ্গুল কাটা গেলো, এইটা কিন্তু তোমার আনরিকভারেবল লস।

এই কথা বলে তিনি চক, ডাষ্টার হাতে নিলেন। ডাষ্টার দিয়ে বোর্ড ক্লিন করলেন। যেতে যেতে বল্লেন
- কখনো এমন সিচুয়েশন তৈরী করবানা যে তোমার আঙ্গুল দেখাইতে হয়। এর আগেই ফাইন্ড এ ওয়ে টু ম্যানেজ দ্যা সিচুয়েশন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ১১:২৪

কালের সময় বলেছেন: ভালো লেখছেন ।

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৩

সুখী মানুষ বলেছেন: আমি নিজেও বিশ্বাস করি, ঝগড়া ছাড়াও কোন না কোন রাস্তা আছে যেভাবে একটা সমস্যার সমাধান হয়।

২| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১

কাবিল বলেছেন: যদি হাতে কাঁচি না থাকে তাহলে আঙ্গুল দেখাতে পারি।

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৪

সুখী মানুষ বলেছেন: বুঝলাম না ভাই

৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

কাবিল বলেছেন: ধরো এমন একটা সিচুয়েশানে পড়লা। মিজাজ গরম করে আঙ্গুল দেখাইলা। যারে আঙ্গুল দেখাইলা সে তো আর বসে থাকবে না। সে তোমার আঙ্গুল ঘচাং করে কেটে দিবে।

উপরিউক্ত কথার পরিপ্রেক্ষিতে মজা করে বলেছি,
যদি হাতে কাঁচি না থাকে তাহলে আঙ্গুল দেখাতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.