![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
মোক্তার কাকু নামের এক ভদ্রলোক আছেন। আমাদের পাশের গ্রমের। গল্পটা উনার ছেলেবেলার।
মোক্তার কাকুর বয়স যখন কয়েক মাস। উঠানে শোয়ায়ে তার মা গেছেন গৃহস্থালী কাজে। ফিরে এসে দেখেন, বিশাল এক সাপ ফনা তুলে আছে মোক্তার কাকুর উপর!
মোক্তার কাকুর মা কোন শব্দ করলেন না। সাপ ছোবল দেবার আগেই তিনি ছু মেরে সাপটাকে ধরলেন। আছড়াইতে আছড়াইতে সাপকে দড়ি বানায়ে ফেল্লেন। এরপর নিজে বেহুঁশ হয়ে গেলেন।
প্রত্যেকটা মেয়ের ভিতরই এমন একটা মোক্তার কাকুর মা আছে। তাই মেয়েদের পেশা, নেশা, কর্ম, ধর্ম নিয়া কোন বাজে কথা শোনতে আমি রাজি না।
মেয়ে জাতি কেবল ভালোবাসার জন্য। সে হোক মেয়ে, মা, বোন বা অপরিচিত কেউ।
(মোক্তার কাকুর একটা প্রেস ছিলো ইস্কাটনে। এই গল্প শোনার পর আমি দেখতে গিয়েছিলাম মোক্তার কাকুকে। অমায়িক মানুষ।
অনেক্ষণ কথা বল্লাম। মনে হইলো উনার মত মানুষদের জন্যই আমাদের কুমিল্লার মানুষদের একটা বদনাম আছে। তা হইলো, কুমিল্লার ছেলেরা মা ছাড়া কিচ্ছু বুঝেনা।)
©somewhere in net ltd.