নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

কারন, আমি জানি - বউয়ের কাছে পুরুষ মানুষ সব বলে।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

বন্ধু ফোন দিয়া কান্না শুরু করলো। জিজ্ঞাসা করলাম
- কি রে কী হইছে?
আমারে বল্লো, তুই আয়। গেলাম। ঘোরতর সমস্যা। প্রেমিকা ফোন দিয়া বলছে, তুমি কে? তোমারে আমি চিনি না।
বল্লাম, চল, ওদের বাসায় যাই। কিন্তু না, বাসায় যাওয়া যাবে না। গার্ডিয়ান রিলেটেড ইস্যু।

কোন বুদ্ধিই মাথায় আসতেছেনা। করি কী! সন্ধা পর্যন্ত বুঝাইলাম। বল্লাম
- তোরে বলছেটা কি বল্ তো!
বন্ধু ঝারি দিয়া কয়, তোরে তো বল্লাম, বলছে, তুমি কে? তোমারে আমি চিনি না।
আমি বল্লাম, গুড। তুই তখন বলতি, ওপস, রং নম্বর!

সন্ধা হয় হয়, কিন্তু বন্ধুর ভাবের কোন পরিবর্তণ নাই। বল্লাম, এক কাজ কর। তুই আবার এখন ফোন দে। দিয়া বল্, সরি আমিও তোমারে চিনি নাই। ইচ্ছা হইলে তুই তোকারি করে বল্। কিন্তু নাহ্ সে ফোন দিবে না।

আমারে বল্লো, চল্, গাজীপুর যাবো। আমি অবাক হয়ে বল্লাম, গাজীপুর কেন? তার মারাত্মক কনফিডেন্স। আমারে বল্লো, ঐখানে ভর্তা নামের একটা গ্রাম আছে। একজন জ্বীন চালান দেয়। তার কাছে যাই চল।

আমি বুদ্ধি দিলাম, দোস্ত ভর্তা, ফর্তা গিয়া কাজ হইবো না। এর চাইতে ভালো বুদ্ধি, চল্ দুই জন মাথা কামাই। কামানো মাথা নিয়া সব বন্ধুদের বাসায় যাই যাই। বিষয়টা বেশ মজার হবে। এই মজায় তুই ঐ দুঃখ ভুইলা যাবি।

বন্ধু দেখি, এবার ফুপায়ে ফুপায়ে কান্না শুরু করলো। আমি উপায় অন্ত না দেখে বল্লাম, দোস্ত সরি সরি, চল গাজীপুর যাই।
দুই বন্ধু মিলে সন্ধার পর শুরু করলাম গাজীপুরের এক অজপাড়াগাঁয়ের পথে যাত্রা।

জ্বীন চালানের কাহিনী আরেক দিন বলবো।
মূল কথাটা বলি, আমার এই বন্ধু প্রায় এক যুগ ধরে সুখে শান্তিতে বউ, বাচ্চা নিয়া ঘর করতেছে। পাত্রী সেই চিনতে না পারা বান্ধবী।
আমি ভয়ে, এই ভাবির মুখোমুখি হইনা। আজ পর্যন্ত না। কারন, আমি জানি - বউয়ের কাছে পুরুষ মানুষ সব বলে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

ভ্যাম্পায়ার রনি বলেছেন: ওপস, রং নম্বর!

২| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১

কাবিল বলেছেন: জ্বীন চালানের কাহিনী শোনার অপেক্ষায় রইলাম।

৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৫০

বাংলার জামিনদার বলেছেন: শোনেন ভাই উপকার করছেন যখন, নিজের পরিচয় এবং পিঠ গোপন রাখাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.