নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

রাজনের মুখে ভেসে উঠে আমার ছেলের মুখ...

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৩

গান হয়ে যায়
সবকিছু শুধু গান হয়ে যায়।

ছোট্ট রাজন পানি চেয়ে চেয়ে মরে
প্রতিবাদি স্বর গান হয়ে যায়
নিষ্ফল আস্ফালনে পাগলা ড্রামার
ড্রাম ছিড়ে ফেলে
আমি ছিড়ি গিটারের তার
কণ্ঠে আমার
গান হয়ে যায়, সব গান হয়ে যায়।

সভ্যতার অসভ্যতায়
গায়ক আমি
আর কীইবা করতে পারি
বন্ধু
সব গান হয়ে যায়
রাজনের মুখে ভেসে উঠে
আমার ছেলের মুখ
বন্ধু
সব থেমে যায়।
শুধু কান্না আমার
আজ প্রতিবাদী গান হয়ে যায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক, নিষ্ঠুরতার চরম প্রকাশ। ধিক
এই মানবরুপী পশুদের। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: ঠিক এই একই উপলদ্ধি আমারও

আমার অনাগত সন্তান আর রাজন মিলে মিশে এক হয়ে গেছে।

বিবেক জাগ্রত হোক আমাদের।

৩| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪১

কাবিল বলেছেন: শুধু এখন নয়, এর আগেও কোন শিশু সন্তান দেখলে আমার ছেলের মুখ দখতে পায়।


খুব কষ্ট পেয়েছি ভাই।
যেখানেই পড়ছি চোখে জল চলে আসছে।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.