![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কোনো এক উল্টো রাজার দেশে
- সুই এর ফুটা দিয়া পাঁচ টনি ট্রাক যায়। অথচ সরকারী চাকরীজীবিদের কখনোই চাকরী যায় না।
- শিশু খুন কইরা, পুলিশকে ঘুষ দিয়া আরাম করে বিদেশ চলে যায়। অথচ সেই উল্টো রাজার দেশে সেই পুলিশ এরেষ্ট হয় না।
- প্রত্যাহার নামের একটা খেলা আছে সেই উল্টো রাজার দেশে। কোন দুষ্টু কর্মকর্তা, কর্মচারীর সর্বোচ্চ অপরাধেও তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার মানে হইলো, অপরাধ কইরা এলাকা জ্বালাইয়া, পুড়াইয়া ছাড়খাড় কইরা ফালাইছো? কোন সমস্যা নাই সোনা, তোমারে নতুন আরেক জায়গায় বদলী করা হবে। আবান নতুন জায়গায় অপরাধের আগুন লাগাইতে থাকো।
এবং
- সেই দেশে সরকারের কর্মকর্তা, কর্মচারীদের এরেষ্ট করতে গেলে সরকারের পার্মিশান লাগবে। আর সরকারের কাজ হলো সেই পারমিশন যেন কখনোই দেওয়া না হয় তার ব্যবস্থা করা।
আল্লাহ বাঁচাইছে, আমরা উল্টা দেশের জনগণ না। তাইলে কী হইতো ভাবা যায়?
১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২২
সুখী মানুষ বলেছেন: কার মেয়ে? কিসের বিয়ে?
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
মেয়েটাকে তো পুলিশ অফিসারের কাছে বিয়ে দিবেন।