নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধি যদি আসলেও থাকতো ...

১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৯

ভ্রু কুঁচকে এক ভদ্রলোক তার সামনের লোকটাকে বল্লেন
- তুইতো একটা চোর!
এই অপবাদ অবশ্যই সহ্য করার মত না। লোকটা অবাক হয়ে বল্লো
- আমারে চোর কইলেন! প্রমান দেন, দেন প্রমান।
- কেন ওমুক বাজারে না ঐ দিন ধরা পরলি?
লোকটার গলা একটু খাটো হলো, বল্লো
- ঐ এক দিন ই না
ভদ্রলোক এবার আবারো ভ্রু কুঁচকে বল্লেন
- তুমুক গ্রামে না একবার ধরা পরলি!
লোকটা এবার মাথা চুলকাতে শুরু করলো। মিনমিন করে বল্লো
- ঐ দুই দিন ই না...

এই উদাহরণটা গিন্নিকে দিলাম। এমন খাপে খাপে উদাহরণটা মিলে গেলো, আহা! গিন্নি বড় বেকায়দায়। তার মুখে আর কোন যুক্তি নাই। সুযোগ বুঝে ভাবলাম এবার ট্রাম কার্ড টা মেরেই দেই। বল্লাম
- নিজের মতামতগুলা কেন আমার উপর চাপায়ে দাও? আমি কি তোমারে কোন দিন বলছি যে এইটা করো, ঐটা কইরো না!

তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। খুব শীতল একটা দৃষ্টি আমার দিকে দিয়ে বল্লেন
- তুমি আমার উপর জোর করো না বলে যে আমি তোমার উপর জোর করবো না এইটা কোন বুদ্ধিতে ভাবলা!

আমি চুপ মাইরা গেলাম। ভাবলাম, বুদ্ধি যদি আসলেও থাকতো তাইলে কি আর বউয়ের সাথে আরগিউমেন্টে যাইতাম!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩২

প্লাবন২০০৩ বলেছেন: তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। খুব শীতল একটা দৃষ্টি আমার দিকে দিয়ে বল্লেন
- তুমি আমার উপর জোর করো না বলে যে আমি তোমার উপর জোর করবো না এইটা কোন বুদ্ধিতে ভাবলা!

আমি চুপ মাইরা গেলাম। ভাবলাম, বুদ্ধি যদি আসলেও থাকতো তাইলে কি আর বউয়ের সাথে আরগিউমেন্টে যাইতাম!



খুব মজা পেলাম ।
নেন, আপনার + আর লাইক ।
ঈদ মোবারক ।

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪

সুখী মানুষ বলেছেন: এবারের ঈদে এত বড় সালামি আর পাই নাই। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ।

২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১:২৪

যাযাবরমন বলেছেন: মজা পাইলাম

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৩

সুখী মানুষ বলেছেন: আপনার বিয়া করা দরকার যাযাবর ভাই। তাইলে এই মজা আপনারে ঘিরা থাকবো ;) । তখন বুঝবেন ঠ্যালা...

৩| ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১

কাবিল বলেছেন: পোষ্টে পেলাচ এর পরিবর্তে একটা জোকস শোনায়------



বউ মেকাপ দিয়ে সাজু গুজু করছে এমন সময় স্বামী বলল--
--কই গো তারাতারি কর ট্রেনের সময় হয়ে গেল।
--তোমাকে সেই একঘণ্টা যাবত বলছি আর মাত্র দু মিনিট, অত চেঁচাও কেন X(
ষ্টেশনে এসে দেখে এই মাত্র ট্রেন ছেড়ে চলে গেল। স্বামী বলল সাজো, এবার বেশি করে সাজো, পরবর্তী ট্রেনের জন্য তিন ঘন্টা বসে থাকতে হবে।
বউ এর মুখে কোনও কথা নেই।
নিরবতা ভঙ্গ করে বউ লাফিয়ে উঠে বলল---
-- তোমার জন্য, এই তোমার জন্যই তিন ঘন্টা বসে থাকতে হচ্ছে, একটু দেরি করে আসলে তো আর বসে থাকেত হতো না।



১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪

সুখী মানুষ বলেছেন: হে হে.. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.