![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
পিছন দিক থেকে কে জানি ডাক দিলো
- এই অরুণ...
আমিতো অবাক! আমাকে নাম ধরে ডাকবে কে? ভার্সিটি লাইফে আমার এই সৌভাগ্য হয় নাই। বন্ধুরা সবাই আপনি / ভাই বলে ডাকতো। দুই একজন অবশ্য ডাকতো তুমি করে। এই বয়সে নাম ধরে ডাকবে কে!
ফিরে দেখি নাট্যকার, গল্পকার, এমন আরো অনেক...কার... পলাশ মাহবুব। আমাকে বল্লো
- বন্ধু আমার একটা কাজ কইরা দাওতো...
চিন্তা কইরা দেখলাম, বন্ধু যখন তুমি করে বলছে; আমিও তাই ডাকি। বল্লাম
- তুমিযে আমারে বন্ধু ডাকলা তার স্বাক্ষী কারে রাখি বলোতো!
- কেনো!
আমি বল্লাম
- ভাইরে তোমার মত বিখ্যাত মানুষ যে আমারে বন্ধু ডাকলা; এইটাতো পরে কোনদিন সাক্ষাৎকার নিতে আসলে সাংবাদিকদের আমি বলবো। বুঝোনা, তখনতো কেউ বিশ্বাসই করবো না!
যাই হোক, আজ পলাশ মাহবুব আমারে কয়
- এই তুমি গিন্নি আর প্রিয় ছাড়া আর কিছু নিয়া লেখতে পারো না! ঘরের মধ্যেই আটকা পইরা আছো কেন?
এই অভিযোগ অবশ্য বন্ধুর একার না, সবার। বল্লাম
- বন্ধু সব কিছু নিয়া যদি লেখতেই পারতাম; তাইলেতো আমি পলাশ মাহবুবই হইয়া যাইতাম। এখন তুমি বলো, কোন কম্পিটিটর তুমি চাও?
wink emoticon
বন্ধু আমার কেবল হাসে, কোন কথা আর কয় না । কারন সে জানে, হাজার চেষ্টা করলেও আমি পলাশ মাহবুবের মত একটা লাইনও লেখতে পারবো না। আর এই সসত্য কথাটা আমিও জানি।
©somewhere in net ltd.