নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনের দিনটা আমার খুব বিব্রতকর অবস্থায় যায়। আজকেও যাচ্ছে...

২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:২০

জন্মদিনের দিনটা আমার খুব বিব্রতকর অবস্থায় যায়। আজকেও যাচ্ছে...
সব সময় অন্যকে প্রায়েরিটি দিয়ে আনন্দ পাই। নিজে সামান্য প্রায়োরিটি পাইলেই লজ্জা পাই। আবেগে গলা ভার হয়ে আসে।

গতবার ফেসবুকে জন্মদিনটা হাইড করে রাখলাম। সবাই ভুলে গেলো।
এবার খুব কাছের কয়েকজন ভুলেন নাই। এই দুই একজন মানুষ কেন ভুলেন নাই এইটাই চিন্তার বিষয়। আনন্দেরও বিষয়।

তবে এই আনন্দে মোটেও অহংকারী হই নাই। অহংকার করা পাপ। এই পাপ থেকে আমাকে মুক্ত করে দিলেন কাছের একজন। তাকে মজা করেই বলেছিলাম, আজকে আমার জন্ম দিন। তিনি বল্লেন
- কিসের জন্ম দিন! ধর্মে এই সব বলা আছে?
আমার ধংস অনিবার্য, কারন আমি জন্মদিনের মত ফালতু, নাজায়েয জিনিস পালন করছি। ইত্যাদি, ইত্যাদি শোনালেন...

গিন্নি কেক কাটতে চেয়েছিলো। অনুরোধ করেছিলাম যেন এইসব না করে। অনুরোধটা সে রাখায় রক্ষা, না হয় আমার ধংস অনিবার্যই মনে হয় ছিলো।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০

প্লাবন২০০৩ বলেছেন: শুভ জন্মদিন :-)

২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০

যোগী বলেছেন:
ইন্নামাল আমালু বিন্নিয়াতি!

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫১

সুখী মানুষ বলেছেন: হুম..

৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, আপনি ফেসবুক ইউজ করেন? ছি ছি!! ফেসবুকে হুটহাট কত আজাইরা অশ্লীল লিঙ্ক আসে, চোখে নাপইরা উপায় তো নাই। তাও আপনি একটিভ আছেন ফেবুতে? আপনার তো ধ্বংস অবশ্যম্ভাবী। ;)

যাইহোক, শুভজন্মদিন :)

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫০

সুখী মানুষ বলেছেন: শতদ্রু ভরা দেখি শুধু অমৃত আর অমৃত :) এত মধু!

৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:১৮

নতুন বলেছেন: শুভ জন্মদিন :)

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫১

সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ নতুন ভাই

৫| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৯

কাবিল বলেছেন: শুভ জন্মদিন।

৬| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮

রানা আমান বলেছেন: Belated Happy Birthday

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.