![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রিয়রে কোলে নিয়া রাস্তায় হাটতেছি।
এক নিতান্তই গরীব এক মহিলা আমারে পাশ কাটায়ে যাওয়ার সময় থমকে দাঁড়াইলো।
আমিও কিছুটা অবাক হয়ে দাঁড়াইলাম। না হয় খারাপ দেখায়। মহিলার বয়স হবে পঞ্চাশের মত। কী বলবে বুঝতে পারছি না।
একটু খেয়াল করে দেখলাম, তিনি প্রিয়'র দিকে তাকায়ে আছেন। এরপর আমার দিকে তাকাইলেন। একটা সুন্দর হাসি দিয়া বল্লেন
- আমার মাইয়ার ঘরে এমন সুন্দর একটা নাতি আছে। মাশাল্লাহ্ ।
তিনি আর কিছু বল্লেন না। কেমন মুগ্ধ একটা মুখ করে চলে গেলেন।
আমি ভেবে পাচ্ছি না, আমার সন্তান আমার কাছে সুন্দর লাগবে, স্বাভাবিক। অপরিচিত কেউ এমন মায়ার নজরে দেখবেন? আবার সুন্দর, মাশাল্লাহ্ বলবেন?
প্রিয়'র যখন বয়স হবে, কোন এক মায়াবতী কি এমন করে থমকে দাঁড়াবে প্রিয়'র জন্য?
©somewhere in net ltd.