![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ভাই সাকলাইন রাসেল। ওপস, স্যার না বলে ভাই বলে ফেলছি। যাই হোক ভাই বলেই বলি-
আপনার লেখা পড়ে আবেগে কণ্ঠ ভার হয়ে গেলো। ডাক্তারদের নিয়ে কথা বলতে ভয় পাই। কারন এখন সুস্থ আছি বলে লেখতেছি। দেখা গেলো আপনাদের নিয়ে কিছু বল্লাম, আর একটু পরেই অসুস্থ হয়ে গেলাম। এরই মধ্যে আপনারা ষ্ট্রাইক করে বসলেন যে এই ব্যাটার চিকিৎসা করা যাবে না। যা আপনারা প্রায়ই করেন। তখন বিনা চিকিৎসায় খাবি খাইতে খাইতে মরতে হবে। তাই খুব যত্ন করেই ভয়ে ভয়ে আপনার লেখায় কমেন্ট করতেছি।
- আমরা আমজনতা চাকরী করি। ডাক্তাররাও চাকরী করেন। মাস গেলে আমরা সবাই বেতন পাই। তবে এর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। তা হইলো, চাকরীর বাইরে অন্য কোন প্রতিষ্ঠানে গিয়ে কাজ করার আমাদের সুযোগ নাই। বরং প্রতিষ্ঠানের বাইরে কোথাও জড়িত থাকলে আমাদের চাকরী চলে যায়। অথচ ডাক্তারদের কিন্তু এই সুযোগ আছে। অন্য প্রতিষ্ঠানে গিয়ে রোগী আপনারা দেখতে পারেন।
- একমাত্র ডাক্তার বন্ধুরাই কাউকে বন্ধু মনে করে না। কোন বন্ধু যদি ফোন দিয়া বলে, দোস্ত মাথা ব্যথা, কী করমু? একটা প্যারাসিটামলের সাজেশন দেওয়ার পর পরই ডাক্তার বন্ধুটার মনে হয়, হায় হায় পাঁচশো টাকাতো ইনকাম করতে পারতাম। গেলোতো হাত ছাড়া হয়ে।
অথচ আমাদের চিন্তার ধারাটা দেখেন। আমি মিডিয়ায় কাজ করি। কত মানুষ (শুধু বন্ধুই না) যে কত ভাবে ফোন নম্বর যোগার করে ফোন দেয়! কারো জমিজমা নিয়া সমস্যা, রিপোর্ট করতে হবে। কারো কিডনী নষ্ট হয়ে গেছে, একটা রিপোর্ট করতে হবে। কারো রক্ত দরকার, একটা স্ক্রল দিতে হবে। কোন এলাকায় ছিনতাই বেড়ে গেছে, রিপোর্ট করতে হবে। শুধু কি তাই? কেউ ভালো গান করেন, তাকে একটা গানের সুযোগ দিতে হবে। ইত্যাদি, ইত্যাদি। তার উপর আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। একটা ল্যাপটপ কিনবে, কোন মডেল কিনলে ভালো হয়। শুধু তাই না, বন্ধুদেরকে মডেল বল্লেও হয় না। সাথে জোর কইরা নিয়া যাবে আইডিবি, সাথে গিয়া কিনা দিতে হইবো।
তখন কিন্তু আমাদের একটাবারও মনে হয় না, আহারে গেলো গেলো.. টাকা ইনকামের চান্স টা মিস হইয়া গেলো। অথচ আপনারা ডাক্তাররা চাকরী করেন, চেম্বার করেন। এর পরেও একটা ফোন কলের জন্যও এমন করে টাকার কাঙ্গাল হয়ে খোটা মারেন।
আমার দুইজন ঘনিষ্ট বন্ধু। একজন ডাক্তার, আরেকজন আমজনতা। তাদের পার্থক্যটা বলি। আমজনতা বন্ধুটা শুনলো আমার ছেলের শরীর খারাপ, সে বাসায় গিয়া হাজির। কিছুই করতে পারবো না। অথচ পাশে বসে থাকবো। আরেকজন ডাক্তার বন্ধু, ঔষধের নাম জিজ্ঞাসা করায় তা ফেসবুকে ষ্ট্যাটাস দিয়া খোটা দিয়া দিলো।
ভাইরে মানলাম আপনারা অনেকে চাকরী করেন না, শুধুই চেম্বার ভরসা। এখন কথা হইলো, চেম্বারে কি আপনারা রুগী পান না। বাস্তব অভিজ্ঞতা হইলো ডেইলি শ'খানেক রুগী দেখে ডাক্তাররা। ছয়শো টাকা দিয়া এক মিনিটও সময় দেয় না। মুখের কথা না শুনেই ঔষধ লেখা শেষ। এর পর পরের জনের দিকে তাকায়ে বলে, আপনার কী সমস্যা? তখন আমরা খুব অসহায় ফিল করি। তখনই হয়ত পরিচিত ডাক্তার বন্ধুদের ফোন দেই, যে দোস্ত একটা ডাক্তারের রেফারেন্স দে। একটু চিন্তা করে দেখেন, আপনিই কি শুধু রেফারেন্স দেন? আপনার কাছেওতো অনেকে রেফার করে, করে না? তার মানে কী দাঁড়াইলো? ব্যবসাটা আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনাদের ইনকামে কেউ ভাগ বসাচ্ছে না। অথচ আপনি কত সুন্দর করে অবলীলায় এর জন্য কয়েক হাজার টাকা চেয়ে বসলেন। রেফারেন্স দিবেন এই জন্যও আপনাকে টাকা দিতে হবে!
টাকা ছাড়া ফ্রি চিকিৎসা করায়, এমন বুদ্ধিমান মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। বরং টাকা দিয়ে একটা ভালো ডাক্তার দেখাবে এমন বেকুব মানুষ আমি অনেক দেখছি। আমি নিজেও এমন একজন বেকুব।
আপনাদের মনের অবনিত এতটাই ধীরে ধীরে হচ্ছে যা আপনারা টের পাচ্ছে না। সেদিন হয়ত খুব দূরে না, যেদিন আপনাদের সন্তানের মাথায় আদর করে দেওয়ার বিনিময়েও হাজার টাকা চেয়ে বসবেন সন্তানের কাছে। যারা বন্ধুদের সাথে ফোনে আধা মিনিট কথা বলে ভিজিট চাইতে পারে, সন্তানের কাছে তারা এই ব্যবহার করতেই পারে।
ভালো, আপনারা ডাক্তাররাই টাকা চিনেন। আমরা আমজনতা, আমরা বন্ধুর সাথে আড্ডা দিতে অফিস থেকে আগে বের হয়ে যাবো। নিতান্তই অপরিচিত বাচ্চা কাচ্চাদের মাঝে চকলেট বিলি করার জন্য অফিস থেকে ছুটি নিয়ে নিবো। এতেই আমাদের সুখ। আমরা কাউরে খোটা দেই না, এতেই আমাদের সুখ। আর আপনাদের সুখ টাকায় আর খোটা দেওয়ায়।
ENDING OF MY REPLY
-----------০--------------
https://www.facebook.com/photo.php?fbid=10204441630422833&set=a.1270712489939.2036520.1293687289&type=1&fref=nf
https://www.facebook.com/drsaklayen?fref=ufi
মূল ষ্টেটাস
-------0------------
আলহামদুলিল্লাহ্...ভিজিট এর নতুন হার নির্ধারণ করলাম!
প্রস্তাবিত হার নিম্নরূপঃ
১। মোবাইলে চিকিৎসা+মেসেজ এ প্রিস্ক্রিপশন ফিঃ ৬০০ টাকা !(মেসেজে প্রেসক্রিপশন লিখতে খুব কষ্ট লাগে। তাই ফি বেশি)
২। শুধুমাত্র ফোনে চিকিৎসা ফিঃ ৫০০ টাকা।(ফোন ধরার সময় থাকেনা। তবুও ধরি কষ্ট করে)
৩। ফেসবুকের ইনবক্সে প্রেসক্রিপ্সহন ফিঃ ৪০০ টাকা ! (হাতে লিখে বোঝাতে হয় বলে)
৪। রাস্তা ঘাটে চলাফেরা অবস্থায় দেখা হলে প্রেসক্রিপশন ফিঃ ৬০০ টাকা !(রাস্তা ঘাটে দৌড়ের মধ্যে থাকি। এর মাঝে থামিয়ে চিকিৎসা নিলে অনেক প্রবলেম হয় তাই ফি বেশি)
৫। বাসায় গিয়ে চিকিৎসা করলে ফিঃ ৫০০০ টাকা।(চরম কষ্ট, বিরক্তি ও সময় স্বাপেক্ষ কাজ)
৬। চেম্বারে প্রিসক্রিপশন ফিঃ ২০০ টাকা ! (ভাড়া দিয়ে কষ্ট করে চেম্বারে আসবেন তাই ভিজিট কম!)
৭। আত্মীয়কে নিয়ে কার কাছে যাবেন, কোন ডাক্তার দেখাবেন এমন পরামর্শ ফিঃ ৭০০ টাকা।(রেফারেল খুব গুরুত্বপূর্ণ কাজ। তাই ফি বেশি)
৮। কোন ডাক্তারের প্রেসক্রিপশন ঠিক আছে কিনা সে ব্যপারে পরামর্শ চাইলে ফি ৮০০টাকা।(কেউ না জেনে এমবিবিএস পাশ করেনা। সো অন্যের প্রেসক্রিপশনে হাত দেয়া দুরূহ কাজ)
৯। স্যার, রোগী আমার নিকট আত্মীয়, প্লিজ একটু ভালোভাবে দেখবেন...এমন তদ্বির ফি ২০০০ টাকা। (তদ্বির ফি বেশি হওয়াই স্বাভাবিক)
১০। নিকট আত্মীয়ের অপারেশনের সময় যদি অপারেশন থিয়েটারে ঢুকে সাক্ষী গোপাল হিসেবে থাকতে হয়...তবে ফি ৩০০০ টাকা।(অনেক স্যার অপারেশনের সময় রোগীর এ্যাটেনডেন্স এর উপস্থিতি এ্যালাউ করে না। তাই ঝুঁকি ফি বেশি)
------------------------------------------------------
বিঃদ্রঃ
১। বকেয়া ফি গ্রহণ চলছে। যারা এতোদিন উপরোক্ত সুবিধা নিয়েছেন ফ্রি তে... তারা চাইলে মুক্ত হস্তে বকেয়া ফি প্রদান করতে পারেন।
২। কোন অবস্থাতেই ফলস সার্টিফিকেট দেয়া হয় না।
-----------------------------------------------------
ভাই রাগ করলেন?
রাগ কইরেন না ভাই...এটাই যে আমার পেশা!...ফ্রি চাহিয়া কেন লজ্জা দিবেন??
০১। আপনি না শিক্ষক?
-আমার ছেলেটাকে কি ফ্রিতে প্রাইভেট পড়ান?
০২। আপনি না ব্যারিস্টার?
-আমার উকিল নোটিশটা কি ফ্রি তে করে দিয়েছিলেন?
০৩। আপনি না পুলিশ?
-আমার পাসপোর্টের ক্লিয়ারেন্সটা কি বিনা বকশিষে করে দিয়েছিলেন?
০৪। আপনি না ইঞ্জিনিয়ার?
-আমার বাসার ডিজাইনটা কি ফ্রিতে করে দিয়েছিলেন?
০৫। আপনি না ডিজি হেলথের কর্মচারী?
-আমার ফাইলটা কি বিনা ঘুষে মুভ করিয়েছেন?
০৬। আপনি না রাজউকে আছেন?
-আপনি কি বিনা ঘুষে আমার ফাইলটায় হাত দিয়েছেন?
০৭। আপনি না অমুক...আপনি না তমুক?
-করেন কি কিছু আমার জন্য... ফ্রি তে???
তাহলে কেন ভাবেন...আমি ফ্রি তে দিলেই আপনি খুশী হবেন? কিংবা ফ্রি চিকিৎসা দিলেই আমি ভাল মানুষ?
...............এবার আসি মূল কথায়!
এতোক্ষণ যা বললাম কোনটাই আমার মনের কথা না...শুধু এতোটুকুই বলা...এভাবেই আপনার অজান্তে আমি আপনাকে ফ্রি চিকিৎসা দিয়ে যাই!আর আমার বন্ধু বান্ধবরাই আমার মুল শক্তি। আমার সব বিপদে তাঁরাই সব সময় পাশে দাঁড়ান, ফ্রিতে। তাঁদের জন্য এ সামান্যটুকু করতে পারা সত্যিই অনেক ভাগ্যের!
আয়নার সামনে যখন দাঁড়াই...ওপারের এই আমাকে দেখে হিংসে লাগে...আমি ডাক্তার হয়েছি সেটা বড় কথা নয়...উপরওয়ালা জন্মের আগেই ঠিক করে রেখেছিলেন আমাকে ডাক্তার বানাবেন...! আর বানিয়েছেন বলেই সামান্য একটু কষ্ট করলে কত বন্ধু বান্ধবদের কঠিন সময়ে সাহায্য করতে পারি...!
সামান্য একটা ফোন...একটা মেসেজ কতজনের জীবন বাঁচায়!...কতজনের মুখে হাসি ফোটায়...!
তাই আমি গর্বিত...এমন গর্বিত ডাঃ সাকলায়েন, ডাঃ অমুক, ডাঃ তমুক!
জন্ম তাই যতবারই হোক...ডাক্তার হয়েই জন্মাতে চাই!
২| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪
মাঘের নীল আকাশ বলেছেন: ডাক্তারদের কিছু বললেই বলে "এত কষ্ট করে পড়াশুনা করসি কি মাগনা রোগী দেখার জন্য?"
আমি বলি, আর আমি কী বা@ ছিড়া ইঞ্জিনিয়ারিং পাশ করছি...আমার তো মনে হয় না কথায় কথায় টাকা নেওন লাগবো!
ডাক্তার-পুলিশ-উকিল এরা মূলত মানুষের অসহায়ত্বকে পুঁজি করেই ব্যবসা করে, কাজেই এদরে যতই বলেন না কেন লাভ নাই!
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫১
প্রামানিক বলেছেন: কথা ঠিক। ধন্যবাদ